পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে ঘানা

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে ঘানাছবি: রয়টার্স

আফ্রিকার দেশ ঘানা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চেষ্টা করছে। এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করেছে দেশটি। ফ্রান্সের ইডিএফ, যুক্তরাষ্ট্রভিত্তিক নিউস্কেল পাওয়ার ও রেগনাম টেকনোলজি, চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন, দক্ষিণ কোরিয়ার কেপকো ও এর সহযোগী কোরিয়া হাইড্রো নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন এবং রাশিয়ার রোসাটম ঘানায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য পরিকল্পনা জমা দিয়েছে।

ঘানার সরকারের তথ্যমতে, দেশের শিল্পায়ন, জ্বালানির সীমাবদ্ধতা, সীমিত সম্পদ, জলবায়ু পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে ঘানা। কারণ, জনসংখ্যার চাহিদার পরিপ্রেক্ষিতে ঘানায় বিদ্যুতের চাহিদা বাড়ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৮৪ শতাংশ বিদ্যুৎ সুবিধার আওতায় আছে। দেশের শক্তির সক্ষমতা বাড়াতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ঝুঁকছে ঘানা। নিজেদের দেশের চাহিদা মিটিয়ে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে বিদ্যুৎ রপ্তানিও করতে চায় এই কেন্দ্র থেকে।

ঘানা বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকে। জীবাশ্ম জ্বালানির মাধ্যমে ৬৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আবার প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়ছে। ঘানার প্রাকৃতিক গ্যাসের নিজস্ব উৎস ২০২৮ সাল নাগাদ কমতে শুরু করবে। এসব কারণে ঘানা দ্রুত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চায়। বিদ্যুৎকেন্দ্রটি ঘানার উপকূল বরাবর নির্মিত হবে বলে আশা করা হচ্ছে। ২০৩০ সালের প্রথম দিকে কাজ শুরু করার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সূত্র: টেক এক্সপ্লোর