২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

একসঙ্গে তিন গুণ বেশি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপরয়টার্স

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময়ের পাশাপাশি বর্তমানের তুলনায় তিন গুণের বেশি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

আরও পড়ুন

বর্তমানে একই হোয়াটসঅ্যাপ বার্তার সঙ্গে সর্বোচ্চ ৩০টি ছবি পাঠানো যায়। ফলে অতিরিক্ত ছবি আলাদা বার্তার মাধ্যমে পাঠাতে হয়। এতে অনেকেই বিরক্ত হন। নতুন এ সুবিধা চালু হলে একই বার্তায় ১০০টি পর্যন্ত ছবি পাঠানো যাবে। ফলে, ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় সহজেই বেশি ছবি পাঠাতে পারবেন।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুযোগ চালু হলেও ছবির মান ঠিক রাখা হবে। ছবির আকার না কমিয়ে (কমপ্রেস) পাঠানোর ফলে প্রাপক ভালোমানের ছবি দেখার সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ সুযোগ মিলবে। তবে কবে নাগাদ এ সুযোগ চালু হবে, তা জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন-সুবিধা চালু থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। আর এ কারণে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন