আইফোনে টাইপ করার সমস্যার সমাধান আইওএস-১৭.৩.১ হালনাগাদে
আইফোনের নতুন হালনাগাদ নতুন সুবিধা যোগ করে থাকে। সম্প্রতি আইফোনের জন্য আইওএস-১৭.৩.১ হালনাগাদ ছেড়েছে অ্যাপল ইনকরপোরেটেড। এই হালনাগাদে আইফোনে টাইপ করার কিছু ত্রুটি সমাধান করা হয়েছে।
গত ২২ জানুয়ারি আইফোনের নতুন হালনাগাদ আইওএস ১৭.৩ উন্মুক্ত করা হয়েছে। এই হালনাগাদে যোগ হয় নতুন ‘স্টোলেন ডিভাইস প্রটেকশন’ সুবিধা, যা আইফোন চুরি হওয়ার পরও ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা দেবে। প্রতিবার আইফোনের পাসকোড ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থা পরিবর্তনের সময় ‘ফেস আইডি’ প্রয়োজন হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ফলে আইফোন চুরি হলেও সহজে আইফোনে থাকা তথ্যে প্রবেশ করতে পারবে না অপরাধীরা। কিন্তু প্রতিবারই নতুন হালনাগাদের পর কিছু ত্রুটি পাওয়া যেতে পারে।
অ্যাপল জানিয়েছে, আইওএস-১৭.৩ হালনাগাদে টাইপ করার একটি ত্রুটি খুঁজে পাওয়া গেছে, যা টাইপ করার সময় লেখাকে ডুপ্লিকেট বা এক লেখার ওপর আরেক লেখা দেখাতে পারে। এ সমস্যাটিই সমাধান করা হয়েছে নতুন ১৭.৩.১ হালনাগাদে।
সূত্র: বিজিআর ডটকম