সরাসরি জুম ভিডিও কল আসছে কোন কোন টিভিতে

টেলিভিশনে সরাসরি জুম ভিডিও কল করা যাবেরয়টার্স

অনলাইন ক্লাস, সভা বা অন্য কাজে জুম সফটওয়্যার অনেকেই ব্যবহার করেন। স্মার্টফোন, কম্পিউটারের পাশাপাশি এবার টেলিভিশনে সরাসরি ভিডিও কল করা যাবে জুমে। এ জন্য ‘জুম ফর টিভি’ অ্যাপ আনছে ভিডিও কনফারেন্সের জনপ্রিয় সফটওয়্যারটি। অ্যাপটি কাজে লাগিয়ে সনির ব্রাভিয়া টেলিভিশনে সরাসরি জুম ভিডিও কল করা যাবে।

সনি ব্রাভিয়া টেলিভিশনের সঙ্গে ক্যামেরা না থাকায় জুম ভিডিও কল করার জন্য ‘ব্রাভিয়া ক্যাম’সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত করতে হবে। হালনাগাদ প্রযুক্তির এই ক্যামেরা ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করতে পারে। ফলে রিমোট কন্ট্রোল যন্ত্রের বদলে হাতের ইশারা করেই টেলিভিশনে জুম ভিডিও কল চালু বা বন্ধ করা যাবে।

আরও পড়ুন

ব্রাভিয়া টেলিভিশনে জুম ভিডিও কল করার জন্য যে যন্ত্র যুক্ত করতে হবে, তা ওয়েব ক্যামের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করতে পারে। ফলে টেলিভিশনের খুব কাছে এসে ভিডিও কল করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে পারে যন্ত্রটি। শুধু তাই নয়, ঘরের আলো পর্যালোচনা করে টেলিভিশনের পর্দার উজ্জ্বলতাও কমিয়ে দেবে। ফলে বড় পর্দায় ভিডিও কল করলেও চোখের কোনো ক্ষতি হবে না। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

টেলিভিশনে সরাসরি ভিডিও কল সুবিধার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর চ্যাটবটও চালু করতে যাচ্ছে জুম। চ্যাটবটটি চালু হলে জুম ব্যবহারকারীরা লাইভ চ্যাটের মাধ্যমে সহজেই যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত জানতে পারবেন। ফলে অন্যের সাহায্য ছাড়াই জুমের বিভিন্ন সুবিধা চালু বা বন্ধ করা যাবে। শুধু তা-ই নয়, জুমের নতুন সুবিধা ব্যবহারের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা পাওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া