ইউটিউব মিউজিকে গান খোঁজার নতুন সুবিধা

ইউটিউব মিউজিকে গান খোঁজার নতুন সুবিধা যোগ হয়েছেরয়টার্স

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে ইউটিউব মিউজিক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘হাম টু সার্চ’ নামের সুবিধাটি চালু পর গুনগুন করে গান গাইলেই নির্দিষ্ট গান খুঁজে দেওয়ার পাশাপাশি প্রাসঙ্গিক গানগুলো সার্চ ফলাফলে দেখাবে ইউটিউব। ফলে গানের কথা বা শিল্পীর নাম জানা না থাকলেও শুধু গুনগুনিয়েই খুঁজে পাওয়া যাবে প্রিয় গান।

ইউটিউবের তথ্যমতে, ইউটিউব মিউজিক অ্যাপের সার্চবারের ওয়েভফর্ম আইকনে ট্যাপের পর গুনগুন করে গান গাইলেই পছন্দের গান খুঁজে দেবে হাম টু সার্চ সুবিধা। এতে খুব সহজেই পছন্দের গানগুলো খুঁজে পাওয়া যাবে। গত মে মাসে প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়। এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও সুবিধাটি ব্যবহার করা যাবে।

হাম টু সার্চ সুবিধার পাশাপাশি নতুন একটি জেনারেটিভ এআই প্রযুক্তি যুক্তের জন্যও কাজ শুরু করেছে ইউটিউব মিউজিক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর সুবিধাটি চালু হলে অনলাইন থেকে পছন্দের গানের প্লে লিস্ট খুব সহজে খুঁজে পাবেন ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস