মার্কিন কংগ্রেসে কঠিন জেরার মুখে টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের মাধ্যমে টিকটক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। শুধু তা-ই নয়, জনপ্রিয় এ অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী টিকটক ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের হাতে চলে যেতে পারে বলেও আশঙ্কা করছে দেশটি। এ কারণে অনেক মার্কিন আইনপ্রণেতাও যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে আগ্রহী। তাই টিকটকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার মার্কিন হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির সামনে উপস্থিত হয়েছেন টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও জি চিউ।
মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় শুরু থেকেই আইনপ্রণেতাদের কঠিন জেরার মুখে পড়েছেন টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ। শুনানিতে এক প্রশ্নের জবাবে টিকটক অ্যাপের মাধ্যমে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শাও জি চিউ। শুধু তা-ই নয়, চীন সরকারের অনুরোধে টিকটকের কোনো আধেয় মুছে ফেলা বা প্রচারণা চালানো হয় না বলেও জানিয়েছেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী টিকটক ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ পদ্ধতি বিষয়ে শাও জি চিউ জানান, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ‘প্রজেক্ট টেক্সাস’ নামের একটি প্রকল্প রয়েছে টিকটকের। এই প্রকল্পে প্রায় ১ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী টিকটক ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে চুক্তি রয়েছে টিকটকের।
সূত্র: রয়টার্স