এল ইউএসবি ৩.০

প্রতি সেকেন্ডে ৫ গিগাবিট (জিবিপিএস) গতিতে তথ্য স্থানান্তরের সুবিধা নিয়ে বাজারে আসে ইউনিভার্সাল সিরিয়াল বাস (ইউএসিবি) ৩.০ সংস্করণ।

ইউএসবি ৩.০রেইনার নেপার/উইকিমিডিয়া

১২ নভেম্বর ২০০৮
এল ইউএসবি ৩.০
প্রতি সেকেন্ডে ৫ গিগাবিট (জিবিপিএস) গতিতে তথ্য স্থানান্তরের সুবিধা নিয়ে বাজারে আসে ইউনিভার্সাল সিরিয়াল বাস (ইউএসিবি) ৩.০ সংস্করণ। কম্পিউটার ও ইলেকট্রনিকস যন্ত্রের সর্বজনীন তথ্য স্থানান্তর প্রযুক্তি ইউএসবি তৃতীয় বড় সংস্করণ এটি।

ইউএসবি ৩.০
সংগৃহীত

নতুন ইউএসবির নির্মাতা হলো ইউএসবি ৩.০ প্রমোটার গ্রুপ (হিউলেট প্যাকার্ড, ইন্টেল, মাইক্রোসফট, এনইসি, এসটি–এরিকসন ও টেক্সাস ইনস্ট্রুমেন্টস)। ইউএসবি ৩.০ সংস্করণের পর ২০১৩ সালে আসে ইউএসবি ৩.১ সংস্করণ।  

অ্যালান টুরিং
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১২ নভেম্বর ১৯৩৭
অ্যালান টুরিং ইউনিভার্সাল মেশিনের সংজ্ঞা দিলেন
এনসাইডুং সমস্যার অ্যাপ্লিকেশনসহ গণনাযোগ্য সংখ্যা বা কম্পিউটেবল নাম্বারস নিয়ে অ্যালান টুরিংয়ের গবেষণাপত্র ১৯৩৭ সালের ১২ নভেম্বর প্রকাশিত হয়। এই গবেষণাপত্রের তত্ত্বের সঙ্গে সেই সময় জার্মানিতে কোনারড জুসের জেড মেশিন, জন ভিনসেন্ট অ্যাটানাসফটের এবিসি এবং জর্জ স্টিবিটজের বেল টেলিফোনি রিলে মেশিন এবং হওয়ার্ড অ্যাইকিনের সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটরের মিল পাওয়া যায়।
পরে টুরিং মেশিন নামে পরিচিত এই বিমূর্ত ইঞ্জিন থেকে কম্পিউটারের মৌলিক ধারণা পাওয়া যায়। অন্য উদ্ভাবকেরাও স্বাধীনভাবে এই ধারণা উপলব্ধি করতে পারেন। তাই বলা হয় টুরিংয়ের দেওয়া বিমূর্ত তত্ত্বকে অন্য উদ্ভাবকেরা ব্যবহারিক রূপ দিয়ে প্রাথমিক পর্যায় থেকে কয়েক দশক পর্যন্ত গণনাযন্ত্র বা কম্পিউটার তৈরি করেছেন।

ইউটিউব মিউজিক
সংগৃহীত

১২ নভেম্বর ২০১৫
ইউটিউব মিউজিক চালু
ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব গান শোনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব মিউজিক চালু করে। ব্যবহারকারীদের জন্য এতে বিভিন্ন জনরা অনুযায়ী গান ও মিউজিক ভিডিও দেখার সুবিধা রয়েছে। গত এপ্রিল থেকে এতে পডকাস্টের সুবিধা যোগ করা হয়েছে। আগে এর নাম ছিল ইউটিউব রেড। ২০২০ সালের ১ ডিসম্বের থেকে এটি গুগল প্লে মিউজিকের অংশ হয়ে গেছে।