হার্ভার্ড মার্ক-১ কম্পিউটারের রূপরেখা চূড়ান্ত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য হার্ভার্ড মার্ক-১ কম্পিউটার আইবিএম কীভাবে তৈরি করবে, সেই রূপরেখা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে দেন উদ্ভাবক জে ডব্লিউ ব্রাইস।

হার্ভার্ড মার্ক-১ কম্পিউটারের একাংশ। সঙ্গে আছে স্বয়ংক্রিয় টাইপরাইটার (ডানে)উইকিমিডিয়া

১৮ জানুয়ারি ১৯৩৮
হার্ভার্ড মার্ক-১ কম্পিউটারের রূপরেখা চূড়ান্ত
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য হার্ভার্ড মার্ক-১ কম্পিউটার আইবিএম কীভাবে তৈরি করবে, সেই রূপরেখা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে দেন উদ্ভাবক জে ডব্লিউ ব্রাইস। এর ছয় বছর পর ১৯৪৪ সালে মার্ক-১ নির্মাণ সম্পন্ন করে আইবিএম।

আইবিএমের তৈরি হার্ভার্ড মার্ক-১ কম্পিউটারে ইনপুট/আউটপুট ও নিয়ন্ত্রণব্যবস্থা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে যন্ত্রটি
উইকিমিডিয়া

হার্ভার্ড মার্ক-১ প্রথম স্বয়ংক্রিয় যন্ত্র, যেটি প্রতি সেকেন্ডে তিনটি যোগ বা বিয়োগ করতে পারত। এর মেমোরিতে ৭২টি সংখ্যা সংরক্ষণ করা যেত। জে ডব্লিউ ব্রাইসের উদ্ভাবিত উচ্চ গতির গুণ, ভাগ, যোগ-বিয়োগ, গণনা পড়ার সুবিধা, সংখ্যা মুছে ফেলার সুবিধা ইত্যাদি মার্ক-১ যন্ত্রে সন্নিবেশিত হয়েছিল।

টাইমের প্রচ্ছদে ভিডিও গেমস

১৮ জানুয়ারি ১৯৮২
টাইম সাময়িকীর প্রচ্ছদে ভিডিও গেম
বিশ্ববাণিজ্যে আগুনের মতো ধেয়ে আসছে ভিডিও গেমস—এমন বিশ্লেষণ নিয়ে ১৯৮২ সালের ১৮ জানুয়ারি সংখ্যায় প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম। সেই প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘ভিডিও গেমস আর ব্লিৎজিং দ্য ওয়ার্ল্ড’।

জেরি ইয়াং (বাঁয়ে) ও ডেভিড ফিলো
উইকিমিডিয়া

১৮ জানুয়ারি ১৯৯৫
ওয়েবে এল ইয়াহু ডটকম
একসময়ের তুমুল জনপ্রিয় ওয়েব পোর্টাল ও সার্চ ইঞ্জিন ইয়াহু ডটকমের ডোমেইন নিবন্ধন সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানিভেলে ইয়াহুর সদর দপ্তর। বর্তমানে নেমসেক কোম্পানি ইয়াহু ইনকরপোরেটেড পরিচালনা করে।
গত শতকের নব্বইয়ের দশকে ইন্টারনেট যুগের শুরুতে ১৯৯৪ সালের জানুয়ারিতে জেরি ইয়াং ও ডেভিড ফিলো ইয়াহু প্রতিষ্ঠা করেন। তাঁরা দুজনই তখন ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ছাত্র। নতুন সহস্রাব্দের প্রথম দশকের শেষ দিকে ফেসবুক ও গুগলের কাছে বাজার হারায় ইয়াহু।

১৯৯৪ সালে ইয়াহুর ওয়েবসাইট
উইকিমিডিয়া

১৯৯৪ সালে ইয়াহু ছিল অনলাইন ডিরেক্টরি। ১৯৯৫ সালে এতে তথ্য খোঁজার প্রোগ্রাম, অর্থাৎ সার্চ ইঞ্জিন যোগ হয়। এরপর দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে থাকে ইয়াহু ওয়েব পোর্টাল।