মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করার নিয়ম বদলে যাচ্ছে, কবে থেকে
মাইক্রোসফট তাদের সাইন–ইন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করার পর ব্যবহারকারীরা নিজে সাইন-আউট বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার না করলে অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সাইন-ইন অবস্থায় থাকবে।
বর্তমানে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় ব্যবহারকারীদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা পরবর্তী সময়ে সাইন-ইন অবস্থায় থাকতে চান কি না। তবে নতুন নিয়ম অনুযায়ী, এ ধাপটি সরিয়ে নেওয়া হবে। অর্থাৎ সাইন-ইন অবস্থায় থাকার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। ফলে যাঁরা নিয়মিত পাবলিক কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
নতুন এ নিয়ম চালু হলে সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটারে কাজ করার সময় প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করা বা কাজ শেষে অবশ্যই সাইন-আউট নিশ্চিত করতে হবে। তবে ব্যবহারকারীরা ভুলবশত সাইন-আউট করতে ভুলে গেলে মাইক্রোসফটের একটি বিশেষ সেটিংসের মাধ্যমে সব ব্রাউজার, অ্যাপ ও ডিভাইস থেকে (এক্সবক্স কনসোল বাদে) অ্যাকাউন্ট সাইন-আউট করার সুবিধা পাবেন।
মাইক্রোসফট ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে সম্প্রতি পাসকি সাপোর্ট চালু করেছে। পাসকি সেটআপ করে মুখের অবয়ব, আঙুলের ছাপ, পিন বা নিরাপত্তা চাবি ব্যবহার করে আরও নিরাপদে ও সহজে অ্যাকাউন্টে সাইন-ইন করা যায়। পাসকি সেটআপ করতে এই লিংক ব্যবহার করতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ