আইওএসের পাশাপাশি আইপ্যাড ওএস, ম্যাকওএস এবং ওয়াচওএস হালনাগাদ করল অ্যাপল

অ্যাপলরয়টার্স

একসঙ্গে আইওএস, আইপ্যাড ওএস, ম্যাকওএস এবং ওয়াচওএস অপারেটিং সিস্টেমের হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল। আইওএস ১৬.৩, আইপ্যাড ওএস ১৬.৩, ম্যাকওএস ১৩.২ এবং ওয়াচওএস ৯.৩ সংস্করণগুলোতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা না হলেও ‘সিকিউরিটি কি’ ব্যবহারের সুযোগ চালু করা হয়েছে। ফলে সহজেই অ্যাপল আইডির নিরাপত্তা বৃদ্ধি করা যাবে।

অ্যাপলের তথ্য মতে, আইওএস ১৬.৩ সংস্করণে আগের সংস্করণে থাকা ১৩টি নিরাপত্তা ত্রুটি সমাধান করা হয়েছে। এসব ত্রুটির মধ্যে বেশ কয়েকটি ছিল ভয়ংকর, যা কাজে লাগিয়ে আইফোনে সাইবার হামলা চালানো যেত। তাই নিরাপদ থাকতে আইফোন ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর ‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে অ্যাপল। আইফোন ১৪-তে বিল্টইনভাবে থাকলেও পুরোনো সংস্করণের আইফোনেও অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যায়। আইফোনের সেটিংস অপশনে প্রবেশের পর সফটওয়্যার আপডেট মেনুতে ক্লিক করে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করা যাবে।
সূত্র: ফোর্বস, জেডডিনেট