মঙ্গলবার থেকে মাইক্রোসফটের বিল্ড সম্মেলন, যেসব ঘোষণা আসতে পারে

মাইক্রোসফটরয়টার্স

২১ মে যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হবে মাইক্রোসফটের বিল্ড সম্মেলন। ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য আয়োজিত তিন দিনের এ সম্মেলন ঘিরে প্রযুক্তি–দুনিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ, সম্প্রতি নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বেশ কিছু নতুন পণ্য ও সেবা উন্মোচনের ঘোষণা দিয়েছে গুগল। শুধু তা–ই নয়, গুগলের সম্মেলনের আগের দিন নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র নতুন মডেল উন্মুক্ত করে প্রযুক্তিবিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ওপেনএআই। ফলে মাইক্রোসফটও সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন পণ্য ও সেবা উন্মোচনের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যেসব ঘোষণা আসতে পারে

বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের ডেভেলপার সম্মেলনে সাধারণত নতুন পণ্য ও সেবার ঘোষণা দেওয়া হয়। তাই প্রযুক্তিপ্রেমীরা এসব আয়োজনের জন্য অপেক্ষা করেন। মাইক্রোসফটের বিল্ড সম্মেলনেও জেনারেটিভ এআইসহ বেশ কিছু পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে। এর পাশাপাশি নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার চ্যাটবট ‘কোপাইলট’নির্ভর গিটহাব, ফেব্রিক, অ্যাজুর এআই, অ্যাজুর ডেভওপিএসভিত্তিক বেশ কিছু ঘোষণাও দিতে পারে প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে সারফেস প্রো ল্যাপটপের পাশাপাশি কম্পিউটার আনার ঘোষণাও আসতে পারে।

যেভাবে দেখা যাবে

২১ মে সিয়াটলে আয়োজিত মাইক্রোসফট বিল্ড সম্মেলনের কিনোট ও ব্রেকআউট সেশন বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হবে। মাইক্রোসফটের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সরাসরি সম্মেলনে অংশ নেওয়া যাবে। এ জন্য অবশ্য এই লিংকে প্রবেশ করে আগে থেকে নিবন্ধন করতে হবে।

সূত্র: জেডডিনেট