মাইক্রোসফট পেইন্টে লেখা থেকে ছবি তৈরি করা যাবে
সম্প্রতি মাইক্রোসফট পেইন্টে ছবির পটভূমি পরিবর্তন ও ফটোশপের আদলে লেয়ার ও ট্রান্সপারেন্ট ছবি তৈরির সুবিধা যুক্ত করা হয়েছে। এবার লেখা থেকে ছবি তৈরির সুযোগ দিতে পেইন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার ইমেজ জেনারেটর যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। ‘পেইন্ট কোক্রিয়েটর’ নামের এ সুবিধা ব্যবহার করে বিষয়বস্তু লিখে দিলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি তৈরি হয়ে যাবে। এর ফলে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের জন্য কারও সাহায্য ছাড়াই ভালোমানের ছবি তৈরি করে আদান-প্রদান করা যাবে।
এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি ড্যাল-ই (ডিএএলএল-ই) প্রযুক্তি ব্যবহার করে লেখা থেকে দ্রুত ছবি তৈরি করে দেবে পেইন্ট কোক্রিয়েটর। এ সুবিধা ব্যবহার করে প্রাথমিকভাবে তিন ধরনের ছবি তৈরি করা যাবে। ব্যবহারকারী তাঁদের পছন্দ অনুযায়ী ছবি তৈরির জন্য নির্দিষ্ট ধরন নির্বাচন করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোর কারণে ভুয়া তথ্য, হিংসাত্মক বা ক্ষতিকর তথ্য প্রচার ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও নেওয়া হবে। প্রাথমিকভাবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
পেইন্ট কোক্রিয়েটর সুবিধা সহজেই ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির তথ্যমতে, মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে পেইন্ট চালু করলেই কোক্রিয়েটর অপশন দেখা যাবে। অপশনটিতে ক্লিক করলে এজ ব্রাউজারের মতো সাইডবার চালু হবে। সাইডবারে ছবি তৈরির প্রম্পট বা বিষয়বস্তু সংক্ষেপে লিখলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি তৈরি হয়ে যাবে। ছবিগুলো চাইলে পেইন্ট ক্যানভাসের মাধ্যমে সম্পাদনাও করা যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস