টিকটক নিষিদ্ধের বিলে সই করলেন জো বাইডেন, এরপর কী?
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদনের এক দিনের মধ্যেই গতকাল বুধবার টিকটক অ্যাপ নিষিদ্ধের বিলে সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে যুক্তরাষ্ট্রে পুরোপুরি নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।
২০২০ সাল থেকে মার্কিন কর্মকর্তারা টিকটকের মাধ্যমে তথ্য চুরি ও চীন সরকারের হস্তক্ষেপের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরের পর মার্কিন আইন অনুযায়ী আগামী ৯ মাসের মধ্যে চীনের বাইটড্যান্সকে টিকটকের মালিকানা অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে হবে। অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে বাইটড্যান্স মালিকানা বিক্রি করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সব অ্যাপ স্টোর থেকে টিকটক অ্যাপ সরিয়ে ফেলা হবে। বিক্রির আলোচনা শুরুর পর চাইলে অতিরিক্ত ৯০ দিন সময় বাড়িয়ে নিতে পারবে টিকটক। তবে টিকটকের একজন মুখপাত্র আইনটি অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি মানুষ টিকটক ব্যবহার করেন।
টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌ চিউ ব্যবহারকারীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘নিশ্চিন্তে থাকুন, আমরা কোথাও যাচ্ছি না। আমরা আত্মবিশ্বাসী। আমরা আদালতে অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। তথ্য ও সংবিধান আমাদের পক্ষে আছে। আমরা বিজয়ী হওয়ার প্রত্যাশা করি।’
সূত্র: সিএনএন ও টাইম ম্যাগাজিন