টুইটারে চার হাজার অক্ষরের বার্তাও পাঠানো যাবে

বড় আকারের লেখা পোস্টের সুযোগ মিলবে টুইটারেছবি: রয়টার্স

বর্তমানে ২৮০ অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ থাকলেও শিগগিরই বড় আকারের লেখা পোস্টের সুযোগ মিলবে টুইটারে। কিন্তু কবে নাগাদ এ সুবিধা চালু হবে বা কত অক্ষরের মধ্যে বার্তা পাঠানো যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি টুইটার। আর তাই এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে চলছে জল্পনাকল্পনা।

ব্যবহারকারীদের আগ্রহের কথা অজানা নয় টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের কাছেও। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, টুইটারে ২৮০ অক্ষর থেকে ৪ হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুযোগ চালু হতে যাওয়ার বিষয়টি সত্যি।

সম্প্রতি ইলন মাস্কের কাছে অক্ষরের বিধিনিষেধ শিথিলের বিষয়ে জানতে চান এক ব্যক্তি। এক টুইটে তিনি লেখেন, এটা কি সত্যি, টুইটার ২৮০ অক্ষর থেকে ৪ হাজার অক্ষর বৃদ্ধি করছে?’ উত্তরে তিন অক্ষরের ফিরতি টুইটে ইলন মাস্ক জানান—‘সত্যি’।
গত মাসেও অপর এক টুইটার ব্যবহারকারী অক্ষরের বিধিনিষেধ শিথিলের বিষয়ে জানতে চেয়েছিলেন ইলন মাস্কের কাছে। সে সময় তিনি জানিয়েছিলেন, ‘এটি করণীয় তালিকায় রয়েছে।’

উল্লেখ্য, ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের বার্তা বিনিময়ের সুযোগ মিলত। তবে ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় ২০১৮ সালে অক্ষরের সংখ্যা ২৮০ করে টুইটার।
সূত্র: ম্যাশেবল