ড্যাফোডিলে অ্যামাজন ক্লাউড ডে উদ্যাপিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট–দীপ্তির সহযোগিতায় প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশে ৫০ হাজার অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) বিশেষজ্ঞ তৈরি করা হবে। বাংলাদেশে এডব্লিউএসের সহযোগিতায় ১০ জন বিশেষজ্ঞ প্রশিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে এ উদ্যোগ পরিচালিত হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও দীপ্তি যৌথভাবে আজ ঢাকায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস ক্লাউড ডে–২০২৩ উদ্যাপন করে। ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
এডব্লিউএস ক্লাউড ডের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ টি এম এ হামিদ, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের প্রশিক্ষণ ও সনদ বিভাগের প্রধান অমিত মেহতাসহ অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডব্লিউএসের লিডার, সলিউশন আর্কিটেকচার (স্টার্টআপস) মোহাম্মদ মাহদী-উজ জামান। পরে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।
অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশে এডব্লিউএস ক্লাউড পরিষেবার প্রচারের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহায়তায় দীপ্তি এ উদ্যোগ নিয়েছে। এডব্লিউএস ৫০ হাজার প্রযুক্তিপ্রেমীকে এডব্লিউএস ক্লাউড সার্ভিসের মাধ্যমে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেবে। তরুণদের দক্ষ করে চাকরির সুযোগ তৈরিতে ড্যাফোডিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সারা পৃথিবীতে এডব্লিউএসের দক্ষ মানবসম্পদ তৈরির যে সুযোগ রয়েছে, ড্যাফোডিল পরিবার তা গ্রহণ করবে।
প্রশিক্ষণের পাশাপাশি ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউট এডব্লিউএস একাডেমির মর্যাদা পেতে যাচ্ছে, যাতে ক্লাউডে শিল্প-স্বীকৃত সনদপত্র ও পেশাজীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে।
দিনব্যাপী এ আয়োজনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক এবং স্থানীয়ভাবে স্বীকৃত এডব্লিউএসের কর্মশালা, ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন এবং মেশিন লার্নিং প্রযুক্তি সম্পর্কে পরিচিত করা। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিস্টদের এডব্লিউএস পেশাগত কোর্স সম্পর্কে জানানো ও নেটওয়ার্ক তৈরির নানা অনুষ্ঠান ছিল আজকের আয়োজনে।