ছোট ও মাঝারি ব্যবসার প্রসারে টিকটকের কর্মশালা
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটকে ভিডিও পোস্ট করেন অনেকেই। শখের বসে ভিডিও তৈরির পাশাপাশি চাইলে ভিডিওর মাধ্যমে সহজেই ছোট ও মাঝারি ব্যবসার বিপণন ও প্রচারণা করা সম্ভব। বিষয়টি সবার কাছে তুলে ধরতে গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালার আয়োজন করে টিকটক। কর্মশালায় ছোট ও মাঝারি ব্যবসায়ীদের পাশাপাশি বিপণন কাজে যুক্ত ব্যক্তি ও উদ্যোক্তারা অংশ নেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকটকে থাকা বেশ কয়েকটি সুবিধা কাজে লাগিয়ে ব্র্যান্ডের প্রচারণা এবং তরুণ প্রজন্মের সঙ্গে যুক্ত হওয়ার কৌশল শেখাতে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় টিকটকে মানসম্পন্ন আধেয় বা কনটেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় টুলের কার্যকারিতা শেখানোর পাশাপাশি টিকটকের নিয়মাবলি নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় গতানুগতিক বিপণনপদ্ধতির বাইরে সৃজনশীল কনটেন্ট তৈরির ওপর জোর দেওয়া হয়। এর পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসার প্রসারে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলো টিকটকের মাধ্যমে সমাধানের কৌশলও শেখানো হয়।