রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ডিজিটাল বাংলাদেশ মেলা। আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের এই মেলায় প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
শিক্ষার্থীসহ প্রযুক্তিপ্রেমীদের অনেকে মেলায় ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) চশমা পরে ভার্চ্যুয়ালি মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখছেন। ভিআরের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরে উচ্ছ্বসিত রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে আসা দশম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন। সে বলে, ‘এত দিন বই ও টেলিভিশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারলেও এবার ভার্চ্যুয়ালি জানতে পারলাম।’
ডিজিটাল বাংলাদেশ মেলায় রোবট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখতে শিক্ষার্থীদের আগ্রহ ছিল বেশি। আর তাই বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে থাকা নতুন প্রযুক্তি ও পণ্য ঘুরে দেখছেন তারা। মেলায় শিক্ষার্থীদের তৈরি আগুন নেভাতে সক্ষম ফায়ার ফাইটার রোভার মেশিন সবার নজর কেড়েছে। নির্মাতাদের দাবি, দুর্যোগপূর্ণ এলাকায় যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেখানে রোবটটির মাধ্যমে আগুন নেভানো সম্ভব।
মেলায় মুঠোফোন ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ৫.৫জি, ক্লাউডসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে সার্ভিস রোবট, স্মার্ট পোর্ট ও ডিজিটাল পাওয়ার সলিউশনের প্রাথমিক ধারণাও মিলছে। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের জনসংযোগ বিভাগের প্রধান তানভীর আহমেদ বলেন, ‘হুয়াওয়ের স্মার্ট সিটি, স্মার্ট শিক্ষা ও ৫.৫জির মতো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ডিজিটাল রূপান্তর করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাবে হুয়াওয়ে।’
সবার জন্য উন্মুক্ত এ মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), রোবোটিকস, বিগ ডেটা ও ব্লক চেইন প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। মেলার প্রথম দিনে অনুষ্ঠিত হয় ‘দক্ষতা উন্নয়ন ও শিক্ষার ডিজিটাল রূপান্তর: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। একই সময় ‘মেইড ইন বাংলাদেশ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মেলার দ্বিতীয় দিনে যা থাকছে
মেলার দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টার সময় ‘পঞ্চম শিল্পবিপ্লব ও ফাইভ-জি অবকাঠামো: বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। একই দিন একই সময় হবে ‘দুর্যোগকালীন সময়ে টেলিযোগাযোগ খাত: পূর্ব ও পরবর্তী কৌশল করণীয়’ সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান।
মেলার মূল আয়োজক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হলেও বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।