ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে তদন্তের মুখে পড়তে যাচ্ছে অ্যাপল, গুগল ও মেটা। অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। ৭ মার্চ থেকে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট কার্যকর হয়েছে। নতুন এ আইনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে সমান সুযোগ দিতে বলা হয়েছে। ব্যবহারকারীরা যেন সহজেই নিজেদের পছন্দের পণ্য ও সেবা বেছে নিতে পারেন, সে বিষয়ও নিশ্চিত করা হয়েছে আইনটিতে।
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক লেনদেনের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইউরোপীয় কমিশনের ধারণা, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘন করছে। সেই ধারণা থেকে ইউরোপীয় ইউনিয়ন গুগল প্লে, গুগল সার্চ, অ্যাপল অ্যাপ স্টোরের নিয়ম, সাফারি ও মেটার ‘পে বা কনসেন্ট মডেল’ নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের শিল্প প্রধান থিয়েরি ব্রেটন বলেন, তদন্ত নিয়ে অবাক হওয়া উচিত নয়। মেটা গত নভেম্বর মাসে ইউরোপে একটি নো অ্যাড সাবস্ক্রিপশন সুবিধা চালু করেছে, যা নিয়ে সমালোচনা চলছে। গুগল ও অ্যাপলও একইভাবে কিছু সেবার জন্য নতুন ফি চালু করেছে।
খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) থিয়েরি ব্রেটন লিখেছেন, ‘মাত্র ১৮ দিনের মতো নতুন আইন চালু হয়েছে। এরই মধ্যে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় গত ১০ বছরের চেয়ে বেশি পরিবর্তন দেখা যাচ্ছে। আমরা সবকিছু আইন মেনে করতে চাই।’
অ্যাপ স্টোরের জন্য অ্যাপলের নতুন ফি নির্ধারণ ও মার্কেটপ্লেসে অ্যামাজনের র্যাঙ্কিং বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে অ্যাপল ও মেটা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুসারেই চলছে তারা।
সূত্র: রয়টার্স