টিকটকের ক্যাপকাটের আদলে ভিডিও সম্পাদনার নতুন অ্যাপ আনছে মেটা
টিকটক ব্যবহারকারীদের অফিশিয়াল ভিডিও সম্পাদনা অ্যাপ হলো ক্যাপকাট। টিকটক ছাড়াও অন্য ভিডিও সম্পাদনার জন্য অ্যাপটি ব্যবহার করা যায়। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি জনপ্রিয় অ্যাপটির আদলে এবার ভিডিও সম্পাদনার নতুন অ্যাপ আনতে যাচ্ছে মেটা। ‘এডিটস’ নামের ভিডিও সম্পাদনা অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি।
এক ভিডিও বার্তায় মোসেরি জানিয়েছেন, এডিটস শুধু ভিডিও সম্পাদনার অ্যাপ নয়, এটি সৃজনশীল কাজের পূর্ণাঙ্গ সম্ভার। অ্যাপটিতে বিভিন্ন ট্যাব থাকবে, যেখানে ব্যবহারকারীরা তাঁদের কনটেন্ট বা আধেয় তৈরির বিভিন্ন পরিকল্পনা লিখে রাখতে পারবেন। অ্যাপটিতে ভালো মানের ক্যামেরাসুবিধাও থাকবে। ব্যবহারকারীরা চাইলে প্রাথমিকভাবে সম্পাদনা করা ভিডিও অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারবেন।
এডিটস অ্যাপটি এপ্রিল মাস নাগাদ উন্মুক্ত করা হতে পারে। প্রাথমিকভাবে আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি। তবে আইফোন ব্যবহারকারীরা চাইলে এখনই অ্যাপল অ্যাপ স্টোর থেকে এডিট অ্যাপ ডাউনলোডের জন্য আগাম ফরমাশ দিতে পারবেন। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হবে।
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে গত সোমবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল টিকটক। পুনরায় চালু হলেও আড়াই মাসের মধ্যে বিভিন্ন শর্ত মানতে হবে টিকটককে। ঠিক এ সময় মেটার পক্ষ থেকে ক্যাপকাটের আদলে ভিডিও সম্পাদনার অ্যাপ তৈরির ঘোষণা দেওয়াকে বেশ তাৎপর্যপূর্ণ বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা।
প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা কাজে লাগানোর কৌশল মেটার জন্য নতুন নয়। ২০২০ সালে ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার মাত্র এক মাসের মাথায় টিকটকের আদলে ইনস্টাগ্রামে রিলস চালু করেছিল প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়া টুডে