মেটার কানেক্ট সম্মেলনে যেসব ঘোষণা আসতে পারে

মেটার কানেক্ট সম্মেলনে

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা ২৫ ও ২৬ সেপ্টেম্বর আয়োজন করতে যাচ্ছে ‘কানেক্ট’ সম্মেলন। অনলাইনে অনুষ্ঠেয় দুই দিনের এ বার্ষিক সম্মেলনে নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করবে মেটা। আর তাই বরাবরের মতো কানেক্ট সম্মেলন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের বেশ আগ্রহ রয়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন সুবিধা ও পণ্যের ঘোষণা দিতে পারে মেটা। এ ছাড়া মেটাভার্স নিয়ে নতুন পরিকল্পনাও তুলে ধরা হতে পারে। সম্মেলনে মেটা যেসব পণ্য ও প্রযুক্তির ঘোষণা দিতে পারে, সেগুলো দেখে নেওয়া যাক।

মেটা কোয়েস্ট থ্রি এস

সম্মেলনে মেটা নিজেদের তৈরি মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটের নতুন সংস্করণ আনার ঘোষণা দিতে পারে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স আর ২ জেন ২ প্রসেসরে চলা ‘কোয়েস্ট থ্রি এস’ মডেলের হেডসেটটির রেজল্যুশন হবে ১৮৩২ পিক্সেল ও ১৯২০ পিক্সেল। কোয়েস্ট টাচ প্লাস কন্ট্রোলারসহ এই হেডসেটে থাকবে ৪ আইআর প্রযুক্তির ট্র্যাকিং ক্যামেরা। হেডসেটটির দাম হতে পারে ২৯৯ ডলার।

এআর প্রযুক্তির স্মার্ট চশমা

গত বছর দ্বিতীয় প্রজন্মের রেব্যান মেটা স্মার্ট চশমা উন্মুক্ত করেছে মেটা। তবে এ বছর রেব্যান স্মার্ট চশমার বদলে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির ‘ওরিয়ন’ চশমা উন্মোচন করতে পারে মেটা। বাজার বিশ্লেষকদের ধারণা, মেটার তৈরি এআর স্মার্ট চশমাটিই হবে এবারের সম্মেলনের সবচেয়ে বড় চমক।

মেটা এআই

ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ রেব্যান স্মার্ট চশমায় নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট যুক্ত করার ঘোষণা দিতে পারে মেটা। এর ফলে মেটা এআই চ্যাটবট ব্যবহার করে বার্তা লেখার পাশাপাশি সহজেই গুগল ও বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটে থাকা যেকোনো তথ্য সম্পর্কে জানতে পারবেন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ রেব্যান স্মার্ট চশমা ব্যবহারকারীরা। ইন্টারনেট থেকে দ্রুত তথ্য জানার পাশাপাশি চাইলে কৃত্রিম ছবি তৈরিসহ ছবিতে অ্যানিমেশনও যুক্ত করতে পারবেন তাঁরা।

অনলাইনে যেভাবে দেখা যাবে

মেটার কানেক্ট সম্মেলন ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। এই ওয়েবসাইট এবং মেটার ফেসবুক পেজ এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সরাসরি সম্মেলনে অংশে নেওয়া যাবে।
সূত্র: ম্যাশেবল