আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।সংগৃহীত

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) এশিয়া ঢাকা আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘নটস্ট্রংএনাফ’। রানারআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট পটেটোস’ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কেজেডভিডি ৪৭২৯’ দল। শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৪টি দল অংশ নেয়।

আরও পড়ুন

প্রতিযোগিতায় সেরা দশে থাকা অন্য দলগুলো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট কার্নেজ ও বার্লেকঅ্যাম্প ম্যাসে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ আইকিউস ও বারসারকাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাকসডোন্টফ্লো এবং ফেনরিস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, এ বছর আইসিপিসির চূড়ান্ত পর্বের স্বাগতিক দেশ হচ্ছে বাংলাদেশ। আগামী ৬ থেকে ১১ নভেম্বর ঢাকায় এ প্রতিযোগিতা আয়োজন করা হবে। বিইউবিটিতে ইন্টারনেট অব থিংকস ল্যাব স্থাপনের পাশাপাশি স্মার্ট কম্পাস গড়ে তুলতে সহযোগিতা করবে আইসিটি বিভাগ।

আরও পড়ুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য ড. মো. ফাইয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চেয়ারম্যান ড. মোহাম্মাদ আলী নূর, অধ্যাপক ড. মোহাম্মাদ কায়কোবাদ, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু সালেহ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল এল হক, আইসিপিসির চূড়ান্ত আসরের বিচারক শাহরিয়ার মঞ্জুর, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম প্রমুখ।