পেটেন্ট পেল যোগ করার যন্ত্র

যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস যোগ করার যন্ত্র স্প্যালডিং অ্যাডিং মেশিনের জন্য পেটেন্ট স্বত্ব প্রদান করে।

স্প্যালডিং অ্যাডিং মেশিনকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৩ জানুয়ারি ১৮৭৪
পেটেন্ট পেল যোগ করার যন্ত্র
যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস যোগ করার যন্ত্র স্প্যালডিং অ্যাডিং মেশিনের জন্য পেটেন্ট স্বত্ব প্রদান করে। স্প্যালডিং অ্যাডিং মেশিনকে ক্যালকুলেটর ও কম্পিউটারের অগ্রদূত হিসেবে গণ্য করা হয। এটি ছিল পাটিগণিতের জন্য সহজ-সরল যন্ত্র। ব্যবসায়িক কাজে হিসাব কষার জন্য স্প্যালডিং অ্যাডিং মেশিন জনপ্রিয়তা পায়। ১৯৬০-এর দশকে কম্পিউটার এই যন্ত্রের জায়গা দখল করে নেয়।

এই সিরিজে সিলিকন ভ্যালির উত্থানপর্ব তুলে ধরা হয়েছে
সংগৃহীত

১৩ জানুয়ারি ২০১৯
ভ্যালি অব দ্য বুম সিরিজের প্রথম পর্ব প্রচারিত
মার্কিন ডকুড্রামা ভ্যালি অব দ্য বুমের প্রথম পর্ব ন্যাশনাল জিওগ্রাফিক টেলিভিশনে প্রচারিত হয়। ম্যাথিউ কারনাহ্যান নির্মিত ছয় পর্বের এই টিভি সিরিজে গত শতকের নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসার তুলে ধরা হয়। এতে অভিনয় করেছিলেন ব্র্যাডলি হুইটফোর্ড, স্টিভ জান, ল্যামোর্ন মরিস, জন ক্যারনা, ড্যাকোটা শাপিরো, অলিভার কুপার ও জন মারফি।