গুগল কেন প্রতিষ্ঠার দিনে জন্মদিন পালন করে না

গুগলছবি: রয়টার্স

প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বেশ ঘটা করে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে থাকে গুগল। এ বছরও ২৭ সেপ্টেম্বর নিজেদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করবে প্রতিষ্ঠানটি। তবে ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলেও ৪ সেপ্টেম্বর গুগলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ, ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠা করেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। অর্থাৎ গুগল প্রতিষ্ঠিত হয়েছে ৪ সেপ্টেম্বর। আর তাই এই দিনটির পরিবর্তে ২৭ সেপ্টেম্বর কেন গুগল নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে, তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে প্রযুক্তিপ্রেমীদের মনে।

প্রতিষ্ঠার প্রথম সাত বছর ৪ সেপ্টেম্বরই নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে গুগল। কিন্তু ২০০৫ সাল থেকে হঠাৎ করেই ২৭ সেপ্টেম্বর নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে শুরু করে প্রতিষ্ঠানটি। গুগলের তথ্য মতে, ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু হলেও ২৭ সেপ্টেম্বর গুগলের সার্চ ইনডেক্সে রেকর্ডসংখ্যক ওয়েবপেজ নিবন্ধন করা হয়। আর তাই এই দিনটিকেই প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে উদ্‌যাপন করা হয়।

আরও পড়ুন

১৯৯৮ সালে এক লাখ মার্কিন ডলার বিনিয়োগ নিয়ে যাত্রা শুরু করে গুগল। সেই বিনিয়োগ করেছিলেন সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেসটোলসহাইম। ২০১৫ সালে গুগলের মূল প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে অ্যালফাবেট, যার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন ল্যারি পেজ। সুন্দর পিচাই হন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা। এরপর ২০১৯ সালের ৩ ডিসেম্বর থেকে সুন্দর পিচাই অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইন্ডিয়া টাইমস

আরও পড়ুন