কম্পিউটার চালুর পর সিপিইউ ও স্পিকারে সংযোগ পাওয়া যায় না

প্রশ্ন :

কম্পিউটার চালুর পর সিপিইউ ও স্পিকাের সংযোগ পাওয়া যায় না। এ সময় কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের শব্দ হয়। রেহতামুল হক্, যশোর সিটি কলেজ, যশোর।

উত্তর: কম্পিউটার চালুর পর অনেক সময় সিপিইউ চালু না হয়ে ভেতরে বিপ শব্দ হতে পারে। এ ক্ষেত্রে প্রথমে কম্পিউটার বন্ধ করে র৵াম খুলে পরিষ্কার করতে হবে। স্পিকার সংযোগ না পেলে প্রথমে এটি ঠিক আছে কি না, তা পরীক্ষা করতে হবে। ঠিক থাকলে সাউন্ড ড্রাইভার হালনাগাদ বা নতুন করে ইনস্টল করতে হবে। সমাধান না হলে আপনাকে সার্ভিস সেন্টারের সহায়তা নিতে হবে। পরামর্শ দিয়েছেন—মেহেদী হাসান, কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী

প্রশ্ন পাঠাতে

প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যার কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫  ই–মেইল: techbarta@prothomalo.com