কম্পিউটারেও চলবে থ্রেডস অ্যাপ
গত মাসে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (টুইটার) আদলে ‘থ্রেডস’ অ্যাপ উন্মুক্ত করেছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত অ্যাপটি কাজে লাগিয়ে বার্তা পাঠানোর পাশাপাশি লিংক, ছবি, জিআইএফ এবং ভিডিও পাঠানো যায়। বর্তমানে স্মার্টফোনে ব্যবহার করা গেলেও শিগগিরই অ্যাপটির ওয়েব সংস্করণ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা। এর ফলে কম্পিউটার থেকেও থ্রেডস অ্যাপ ব্যবহার করা যাবে।
এ বিষয়ে এক থ্রেডস বার্তায় ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি লিখেছেন, ‘আমরা ওয়েবের কাছাকাছি...।’ মোসেরির এই বার্তার পর ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যেই ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণ চালু করা হতে পারে। নতুন এ সুবিধা চালু হলে নিয়মিত থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা বর্তমানের তুলনায় বাড়বে বলে ধারণা করছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা।
গত ৫ জুলাই থ্রেডস অ্যাপ প্রকাশের পরপরই প্রযুক্তি-বিশ্বে বেশ আলোড়ন তৈরি হয়েছিল। উন্মুক্তের অল্প সময়ের মধ্যে ১৫ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয় অ্যাপটিতে। কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা হারায় থ্রেডস অ্যাপ। ফলে উন্মুক্তের দেড় মাসের মধ্যেই থ্রেডসের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা দ্রুত কমে গেছে। তবে ব্যবহারকারীদের ধরে রাখতে থ্রেডসে নিয়মিত নতুন সুবিধা চালু করছে মেটা।
সম্প্রতি থ্রেডস অ্যাপে বহুল প্রতীক্ষিত ‘ফলোইং’ ট্যাব যুক্ত করেছে মেটা। ট্যাবটিতে ক্লিক করলেই অনুসরণ বা ফলো করা অ্যাকাউন্টগুলোর সব পোস্ট একসঙ্গে দেখা যায়। এ ছাড়া ‘ফলোস’ ট্যাবে ক্লিক করে সম্প্রতি যুক্ত হওয়া ফলোয়ার বা অনুসারীর নামও দেখা যায় থ্রেডস অ্যাপে।
সূত্র: এনডিটিভি