এক্সে সরাসরি পণ্যের মূল্য পরিশোধ করা যাবে

পণ্য কেনার পাশাপাশি মূল্য পরিশোধের সুবিধা চালু হচ্ছে এক্সেরয়টার্স

বেশ কিছুদিন ধরেই এক্সে (টুইটার) নিয়মিত নতুন সুবিধা চালুর ঘোষণা দিচ্ছেন খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটির মালিক ইলন মাস্ক। বিভিন্ন অ্যাপের সব সুবিধা এক্সে যুক্ত করতে চান তিনি। এরই ধারাবাহিকতায় এবার সরাসরি মূল্য পরিশোধের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে এক্স। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়া হলেও এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো এক ভিডিও পোস্টে পেমেন্ট অপশন সুবিধার চালুর ইঙ্গিত দিয়েছেন।

লিন্ডা ইয়াকারিনো পোস্ট করা দুই মিনিটের এ ভিডিওতে এক্সে ভিডিও কলের পাশাপাশি  পছন্দের পণ্য বা খাবার কিনে সরাসরি মূল পরিশোধের সুবিধা ব্যবহারের দৃশ্য দেখানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এক্সে পণ্য কেনার পর তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।

আরও পড়ুন

এক্সে পণ্যের মূল্য পরিশোধ সুবিধা কবে নাগাদ চালু হবে বা এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাননি লিন্ডা ইয়াকারিনো। উল্লেখ্য, এক্সে নতুন চালু হওয়া সব সেবা প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে।

আরও পড়ুন

সম্প্রতি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ করেছেন ইলন মাস্ক। টুইটারের বহুল প্রচলিত নীল রঙের পাখির ছবিযুক্ত লোগো পরিবর্তন করে এক্স অক্ষরের নতুন লোগো এবং কালো রঙের নতুন থিমও প্রকাশ করেছেন তিনি।
সূত্র: নিউজ১৮ ডটকম