টেন মিনিট স্কুলের বিনিয়োগ প্রস্তাব বাতিল, যা বললেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ
হঠাৎ করেই দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এ বিষয়ে প্রতিষ্ঠানটি আজ মঙ্গলবার সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’ টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্টআপ বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
স্টার্টআপ বাংলাদেশ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবকু পেজে বিনিয়োগ বাতিলের তথ্য প্রকাশ করার পরই বিষয়টি নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা। কারণ, টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক দুই দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে ফেসবুকে লিখেছিলেন, ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।’ ফলে কোটা সংস্কারের পক্ষে কথায় বলার কারণে টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করা হয়েছে কী না, তা নিয়ে ফেসবুকে চলছে নানা আলোচনা।
টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিলের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘টেন মিনিট স্কুলের যে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল, এটা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে। কিন্তু বাতিল কেন করা হয়েছে বা কেন করা হবে না, এ বিষয়টা বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ করতে পারে না, যারটা বাতিল করা হয়েছে, তাকেই জানানো হবে। কোনটা সিলেকশন হলো বা কোনটা বাতিল হলো, এটা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ্যে বলতে পারে না।’
জুনাইদ আহ্মেদ আরও বলেন,‘স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ না পেয়ে প্রতিষ্ঠানটি অন্য কোথাও পেতে পারে। আরও অন্য জায়গা থেকে বিনিয়োগ তাদের আসবে। তাদের তথ্য উপাত্ত ও ভ্যালুয়েশন বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ করতে পারে না। এটা নীতিবিরুদ্ধ, যে কারণে এটা স্টার্টআপ বাংলাদেশ প্রকাশ্যে বলবে না। স্টার্টআপ বাংলাদেশ টেন মিনিট স্কুলকে জানিয়ে দেবে।’
ফেসবুকে টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিলের বিষয়ে যে আলোচনা হচ্ছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জুনাইদ আহ্মেদ।
সাধারণত কোনো উদ্ভাবনী নতুন উদ্যোগ বা স্টার্টআপের বিনিয়োগ প্রস্তাব গ্রহণ বা বাতিলের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে না স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বা আইসিটি বিভাগ। তবে টেন মিনিট স্কুলের বিনিয়োগ প্রস্তাব বাতিলের ঘোষণা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুটি।