নিরাপত্তা ত্রুটি দূর করে এল আইওএসের নতুন সংস্করণ
নিরাপদে আইফোন ও আইপ্যাড ব্যবহারের সুযোগ দিতে আইওএস ও আইপ্যাডওএসের (অপারেটিং সিস্টেম) নতুন সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। ‘আইওএস ১৬.৬’ এবং ‘আইপ্যাডওএস ১৬.৬’ সংস্করণগুলোয় বড় ধরনের কোনো পরিবর্তন আনা না হলেও বেশ কিছু নিরাপত্তার ত্রুটি সমাধান করা হয়েছে। এ জন্য আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, আইএস ও আইপ্যাডওএসের পুরোনো সংস্করণে বেশ কিছু নিরাপত্তার ত্রুটি ছিল। অ্যাপল নিউরাল, ফাইন্ড মাই, ওয়েবকিট ও কার্নেল কোডে থাকা এসব ত্রুটির মধ্যে দুটি ছিল ভয়ংকর, যা কাজে লাগিয়ে আইফোনে সাইবার হামলা চালানো যেত।
আইওএস, আইপ্যাডওএসের পাশাপাশি টিভিওএস, ওয়াচওএস ও ম্যাকওএস অপারেটিং সিস্টেমও হালনাগাদ করেছে অ্যাপল। পুরোনো সংস্করণগুলোয় নিরাপত্তার ত্রুটি থাকায় অপারেটিং সিস্টেমগুলো হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ত্রুটিগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
১১ জুলাই হঠাৎ আইওএস অপারেটিং সিস্টেমের জরুরি হালনাগাদ উন্মুক্ত করেছিল অ্যাপল। আইওএস ১৬.৫.১ নামের সংস্করণটিতে বেশ কয়েকটি গুরুতর ত্রুটির সমাধান করা হয়েছে বলে দাবি করেছিল প্রতিষ্ঠানটি।
সূত্র: ম্যাশেবল