অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড পেল ১৪ অ্যাপ ও গেম
অ্যাপ স্টোরে থাকা এ বছরের সেরা অ্যাপ ও গেমের তালিকা প্রকাশ করেছে অ্যাপল। তালিকায় বিভিন্ন বিভাগের মোট ১৪টি অ্যাপ ও গেমের নাম স্থান পেয়েছে। অ্যাপ স্টোরে থাকা অ্যাপের মধ্যে আইফোন বিভাগে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘অলট্রেইলস’। অল ট্রেইলস ইন্টারন্যাশনালের তৈরি হাইকিং অ্যাপটির অ্যাপ স্টোর রেটিং ৪ দশমিক ৯। আইফোন বিভাগে সেরা গেম নির্বাচিত হয়েছে ‘হনকাই: স্টার রেইল’। চীনের মিহোয়োর তৈরি গেমটির অ্যাপ স্টোর রেটিং ৪ দশমিক ৬।
আইপ্যাড বিভাগে অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড পেয়েছে ‘প্রেট-এ-মেকআপ’ অ্যাপ। ভার্চ্যুয়াল মেকআপ সুবিধা দেওয়া অ্যাপটির অ্যাপ স্টোর রেটিং ৪ দশমিক ৫। আইপ্যাড বিভাগে সেরা গেমের খেতাব পেয়েছে ‘লস্ট ইন প্লে’। অ্যাডভেঞ্চার ঘরানার গেমটির অ্যাপ স্টোর রেটিং ৪ দশমিক ৯।
ম্যাক বিভাগে অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড পেয়েছে ‘ফটোমেটর’ অ্যাপ । ইউএবি পিক্সেলমেটরের তৈরি ছবি সম্পাদনার অ্যাপটির অ্যাপ স্টোর রেটিং ৪ দশমিক ৬। ম্যাক বিভাগে সেরা গেম হিসেবে নির্বাচিত হয়েছে ‘লাইস অব পি’। অ্যাকশন ঘরানার গেমটির অ্যাপ স্টোর রেটিং ৪ দশমিক ৪।
অ্যাপল টিভি ও অ্যাপল ওয়াচ বিভাগে এ বছর অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড পেয়েছে ‘এমইউবিআই’ ও ‘স্মার্ট জিম’ অ্যাপ। অ্যাপল আর্কেড বিভাগে সেরা গেম হিসেবে নির্বাচিত হয়েছে ‘হ্যালো কিটি আইল্যান্ড অ্যাডভেঞ্চার’।
সংস্কৃতিতে প্রভাব বিস্তার করা পাঁচটি অ্যাপকেও অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড দিয়েছে অ্যাপল। অ্যাপগুলো হলো ‘পক পক’, ‘প্রোলোকিউ’, ‘টু গুড টু গো’, ‘আনপ্যাকিং’ এবং ‘ফাইন্ডিং হান্নাহ’।
সূত্র: জেডডিনেট, নিউজ১৮