বাংলাদেশে নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নে সহযোগিতা করছে মেটা
বাংলাদেশের নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন সহযোগীদের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। অনলাইন সচেতনতা তৈরির জন্য গত এক বছরে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মেটা, যার মাধ্যমে নারীরা অনলাইনে নিরাপদ থাকার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করতে পেরেছেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মেটা ও ব্র্যাক যৌথভাবে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ডিজিটাল স্পেসে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মেটার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পলিসি প্রোগ্রামস বিভাগের পরিচালক বেথ অ্যান লিম বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ফলে অনলাইনে নারীদের অংশগ্রহণ এবং ক্ষমতায়ন বেড়েছে। ভবিষ্যতেও অনলাইন সুরক্ষা ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মশালা আয়োজন করা হবে।’
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামে পরিচালক নবনীতা চৌধুরী বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারে পুরুষ ও নারীর মধ্যে ব্যবধান অনেক বেশি। আর তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের ন্যায্যতা নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, মেটা ও ব্র্যাক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ ব্যক্তিকে অনলাইন নিরাপত্তা, গোপনীয়তা এবং ভুল তথ্য মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ নেওয়াদের ৭৫ শতাংশই নারী। শুধু তা-ই নয়, অনলাইনে বিভিন্ন প্রচারণা চালিয়ে প্রায় এক কোটি নারী ও তরুণকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ থাকার কৌশলও শেখানো হয়েছে।
উল্লেখ্য, প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশে #শিমিনসবিজনেস প্রোগ্রামও পরিচালনা করছে মেটা। এ প্রোগ্রামের মাধ্যমে অনলাইনে নারী উদ্যোক্তাদের ব্যবসা গড়ে তোলা ও তা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যোগাযোগের উপায় ও প্রযুক্তি সুবিধা দেওয়া হয়। সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এবং লাইটক্যাসল পার্টনারসের সঙ্গে মিলে প্রোগ্রামটি পরিচালনা করে মেটা।