ফোনের পর্দা লক থাকলেও দিকনির্দেশনা দেখা যাবে গুগল ম্যাপসে
গুগল ম্যাপস ব্যবহার করে গন্তব্যের দিকনির্দেশনা দেখার পাশাপাশি সহজেই যানজটের তথ্যসহ গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে গুগল ম্যাপস ব্যবহারের সুযোগ দিতে ‘গ্ল্যানসিয়েবল ডিরেকশনস’ নামের নতুন সুবিধা উন্মুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে ফোন লক করা অবস্থায়ও সরাসরি ফোনের পর্দায় গন্তব্যের দিকনির্দেশনা দেখার পাশাপাশি গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
গুগলের তথ্যমতে, নতুন এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। সুবিধাটি চালুর জন্য ফোনের সেটিংস থেকে নেভিগেশন সেটিংস নির্বাচনের পর ‘গ্ল্যানসিয়েবল ডিরেকশনস হোয়াইল নেভিগেটিং’ অপশনের পাশে থাকা টগলটি চালু করতে হবে। উল্লেখ্য, ফোনের পর্দা লক থাকলে গুগল ম্যাপসের কোনো তথ্য দেখা যায় না।
জানা গেছে, গ্ল্যানসিয়েবল ডিরেকশনস সুবিধাটি একবার চালু করলেই ফোনের পর্দা আনলক না করেও পথনির্দেশনার প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। প্রাথমিকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীরা নতুন এ সুবিধা ব্যবহার করতে পারছেন। শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।
সূত্র: গ্যাজেটস নাউ