মাইক্রোসফটের বিং চ্যাটে নতুন সুবিধা

বিং সার্চ ইঞ্জিনমাইক্রোসফট

নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত (এআই) চ্যাটবট ‘বিং চ্যাট’-এ নতুন সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। নতুন এ সুবিধা চালুর ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা বিং চ্যাট অ্যাপ চালু না করেই হোমস্ক্রিন থেকে সরাসরি বিং চ্যাট ব্যবহার করতে পারবেন। শুধু তা–ই নয়, বিং চ্যাটের পরিধি বাড়াতে বেশ কয়েকটি নতুন ভাষাও যুক্ত করেছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, বিং চ্যাট অপশনে মুখের কথায় সার্চ করার জন্য নতুন করে হিন্দি, গুজরাটি, তামিল, তেলেগু ও উর্দু ভাষা যুক্ত করা হয়েছে। ফলে আরও বেশিসংখ্যক ব্যবহারকারী মুখের কথায় বিং চ্যাটের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন। টেক্সট টু স্পিচ সুবিধায় আরবি, ইতালিয়ান, রুশ, কোরিয়ানসহ নতুন ৩০টি ভাষা যুক্ত করা হয়েছে।

সম্প্রতি বিং চ্যাটে ‘চ্যাট হিস্ট্রি’ সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। এ সুবিধা কাজে লাগিয়ে সহজেই বিং চ্যাটের সঙ্গে আগের কথোপকথন বা তথ্য খোঁজার ইতিহাস জানা যায়। তথ্যগুলো মুছে ফেলার পাশাপাশি চাইলে অন্য ব্যবহারকারীদের কাছে পাঠানোও যায়।

সূত্র: লাইভমিন্ট ডটকম