২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সার্চ ফলাফল থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা সহজ করছে গুগল

গুগলরয়টার্স

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রদর্শন নিয়ন্ত্রণ, গোপনীয়তা ও অনলাইন সুরক্ষা নিয়ে নতুন হালনাগাদে কিছু সুবিধা যুক্ত হয়েছে গুগল সার্চে। এক ব্লগে এ তথ্য জানিয়েছে গুগল। এর ফলে গুগল সার্চ ফলাফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রদর্শিত হলে তা তিনি সহজে খুঁজে পাবেন এবং সার্চ ফলাফল থেকে মুছে ফেলারও সুযোগ পাবেন। এ ছাড়া নতুন হালনাগাদে আপত্তিকর ছবি স্বয়ংক্রিয়ভাবেই ঝাপসা করে দেখাবে গুগল। এমনকি ব্যক্তিগত ছবি–সংবলিত আধেয় বা কনটেন্ট গুগল সার্চ থেকে মুছে ফেলার সুযোগ পাবেন ব্যবহারকারী।

সার্চ ফলাফলে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা সহজ করতে নতুন একটি ড্যাশবোর্ড আনছে গুগল। সার্চের ওয়েব ফলাফলে ব্যক্তিগত কোনো তথ্য দেখানো হলে তা এই ড্যাশবোর্ড থেকে জানা যাবে। গত বছর ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুল চালু করে গুগল। টুলটির হালনাগাদ করে নতুন ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এ টুল ব্যবহার করে ব্যবহারকারী তাঁর ফোন নম্বর, ই–মেইল ও বাসার ঠিকানা–সংবলিত যেকোনো গুগল সার্চ ফলাফল দ্রুত মুছে ফেলার অনুরোধ জানাতে পারবেন। গুগল অ্যাপ থেকে অ্যাকাউন্ট ফটোতে ক্লিক করার পর ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ নির্বাচন করে টুলটিতে প্রবেশ করা যাবে। এখন টুলটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ইংরেজি ভাষায় ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য স্থান ও ভাষাভাষীদের জন্য সুবিধাটি চালু হবে।

ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করা যাবে গুগল সার্চে

নতুন হালনাগাদে গুগল সার্চে আপত্তিকর ছবি ও সহিংস গ্রাফিক আধেয় স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা আকারে প্রদর্শিত হবে। চলতি মাসে ‘সেফ সার্চ’ নামের সেটিংসটি বিশ্বের সব ব্যবহারকারীর জন্য চালু হবে। ব্যবহারকারী নিজের সুবিধা অনুযায়ী সেটিংসটি বন্ধ বা চালু করতে পারবেন। পাশাপাশি গুগল সার্চ থেকে এখন সহজে প্যারেন্টাল কন্ট্রোল খুঁজে পাওয়া যাবে। ‘গুগল প্যারেন্টাল কন্ট্রোল’ বা ‘গুগল ফ্যামিলি লিংক’ লিখে গুগলে সার্চ করলে সার্চ ফলাফলে প্যারেন্টাল কন্ট্রোল খুঁজে পাওয়া যাবে।

আরও পড়ুন

এ ছাড়া নতুন হালনাগাদ অনুযায়ী, ব্যক্তিগত ছবি–সংবলিত কোনো আধেয় গুগল সার্চ ফলাফল থেকে মুছে ফেলার অনুরোধ করতে পারবেন ব্যবহারকারীরা। তবে কোনো আধেয় বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে তা গুগলের এ নীতির জন্য প্রযোজ্য হবে না। গুগল নিজস্ব সার্চ ফলাফল ছাড়া ওয়েবসাইট বা অন্য সার্চ ইঞ্জিন থেকে আধেয় মুছে ফেলতে পারবে না।
সূত্র: টেকক্রাঞ্চ

আরও পড়ুন