কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কি ছবি তৈরি করতে চান
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে অনলাইনে মেধাস্বত্বহীন ছবি সব সময় খুঁজে পাওয়া যায় না। ফলে কাজে সমস্যা হওয়ার পাশাপাশি সময়ও নষ্ট হয়। এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে প্রয়োজনীয় ছবি তৈরি করে ব্যবহার করেন অনেকে। ছবির বিষয়বস্তু বা বর্ণনা লিখে ছবি তৈরির সুযোগ থাকায় বিং সার্চ ইঞ্জিন এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সার্চ ইঞ্জিনটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইর তৈরি ড্যাল-ই (ডিএএলএল-ই) ডিপ লার্নিং মডেল কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহারকারীদের কল্পনা বা সৃজনশীলতা অনুযায়ী নতুন ছবি তৈরি করে দিতে পারে বিং সার্চ ইঞ্জিন। ছবি তৈরির জন্য প্রথমে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ব্যবহার করে কম্পিউটার থেকে এজ ব্রাউজারে লগইন করতে হবে। এরপর এই ঠিকানায় প্রবেশ করে সার্চ বক্সে ছবির প্রম্পট (বিষয়বস্তু বা বর্ণনা) লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই প্রয়োজনীয় ছবি তৈরি হয়ে যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলো ডাউনলোডের পাশাপাশি অন্যদের পাঠানোও যাবে। এ জন্য বাড়তি কোনো কষ্ট করতে হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোর ওপরে ক্লিক করলেই সেগুলো কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ হয়ে যাবে। অনেকেই ছবির বিষয়বস্তু বা বর্ণনা ভালোভাবে লিখতে পারেন না। ফলে ভালো মানের ছবি তৈরি করতে পারে না বিং সার্চ ইঞ্জিন। এ সমস্যা সমাধানে সার্চ বক্সে ছবির প্রম্পট লেখার সময় ‘সারপ্রাইজ মি’ বাটনে ক্লিক করলেই সঠিকভাবে প্রম্পট লেখার দিকনির্দেশনা পাওয়া যাবে। মাইক্রোসফট এজ ছাড়া অন্য ব্রাউজার দিয়েও বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি তৈরি করা যায়। এ জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে ব্রাউজারে লগইনের পর একইভাবে এই ঠিকানায় প্রবেশ করে সার্চ বক্সে ছবির প্রম্পট লিখতে হবে।