জোসেফ-মারি জ্যাকার্ডের জন্মদিন

জ্যাকার্ড তাঁতের উদ্ভাবক জোসেফ-মারি জ্যাকার্ড ফ্রান্সের লিওতে জন্মগ্রহণ করেন। ছিদ্রযুক্ত কাগজ বা পাঞ্চ কার্ডের মাধ্যমে কোনো যন্ত্রকে নির্দেশনা দেওয়ার পদ্ধতির উদ্ভাবক তিনি।

সিল্ক কাপড়ের বুনন নকশায় জ্যাকার্ডের প্রতিকৃতি। জ্যাকার্ড তাঁতে ২৪ হাজার পাঞ্চকার্ড ব্যবহার করে এটি তৈরি হয়। লন্ডনের বিজ্ঞান জাদুঘরে এটি সংরক্ষিত রয়েছে
সংগৃহীত

৭ জুলাই ১৭৫২
জোসেফ-মারি জ্যাকার্ডের জন্মদিন
জ্যাকার্ড তাঁতের উদ্ভাবক জোসেফ-মারি জ্যাকার্ড ফ্রান্সের লিওতে জন্মগ্রহণ করেন। ছিদ্রযুক্ত কাগজ বা পাঞ্চ কার্ডের মাধ্যমে কোনো যন্ত্রকে নির্দেশনা দেওয়ার পদ্ধতির উদ্ভাবক তিনি। কোনো তাঁতে স্বয়ংক্রিয়ভাবে বোনা কাপড়ে সুতা দিয়ে নকশা ফুটিয়ে তুলতে এই পাঞ্চ কার্ড ব্যবহৃত হয়।
পরে বিংশ শতাব্দীর গোড়ার দিকে হারম্যান হলরিথ এই পাঞ্চ কার্ড কৌশল মার্কিন জনশুমারির গণনার জন্য ব্যবহার করেন। প্রথম দিককার বেশ কিছু কম্পিউটারে কাজ করতে বা নির্দেশনা দিতে পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। প্রোগ্রামাররা পাঞ্চ কার্ডে প্রোগ্রামিং করতেন।

ম্যানচেস্টারের বিজ্ঞান ও শিল্প জাদুঘরে রক্ষিত জ্যাকার্ড তাঁত
উইকিপিডিয়া

জ্যাকার্ড তাঁতের ব্যবহার এখনো রয়েছে। হাততাঁতে (হ্যান্ডলুম) বোনা টাঙ্গাইলের শাড়িতে যে নকশা থাকে, সেটি জ্যাকার্ডের পাঞ্চ কার্ড কৌশলেই করা। তাঁতশিল্পীরা গ্রাফকাগজে নকশা তৈরি করেন, এরপর সে অনুযায়ী শক্ত কাগজ ছিদ্র করে পাঞ্চ কার্ড তৈরি হয়।

১৮৩৯ সালে এক খণ্ড সিল্ক কাপড়ের বুননে জোসেফ-মারি জ্যাকার্ডের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। জ্যাকার্ড তাঁতে এই প্রতিকৃতি ফুটিয়ে তুলতে ২৪ হাজার পাঞ্চ কার্ড ব্যবহার করতে হয়েছিল। এই প্রতিকৃতিগুলোর একটি চোখে পড়েছিল চার্লস ব্যাবেজের। সিল্ক কাপড়ে জ্যাকার্ডের প্রতিকৃতি দেখে ব্যাবেজ অনুপ্রাণিত হয়ে তাঁর অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রে পাঞ্চ কার্ড ব্যবহার করেন।

১৮৩৪ সালের ৭ আগস্ট ৮২ বছর বয়সে মারা যান জোসেফ-মারি জ্যাকার্ড।

আরও পড়ুন
ফিলিপস স্ক্রুহেড
সংগৃহীত

৭ জুলাই ১৯৩৬
ফিলিপস স্ক্রু ও স্ক্রুড্রাইভারের পেটেন্ট পেলেন হেনরি ফিলিপস
স্ক্রুয়ের মাথায় যে আড়াআড়ি দুটি রেখা বা ক্রসহেড সেটি উদ্ভাবন করেন মার্কিন ব্যবসায়ী ও উদ্ভাবক হেনরি ফিলিপস। ১৯৩৬ সালের ৭ জুলাই মার্কিন পেটেন্ট অফিস থেকে এর পেটেন্ট পান তিনি। পরে তাঁর সম্মানে এর নাম হয় ‘ফিলিপস স্ক্রুহেড ও স্ক্রুড্রাইভার’। উদ্ভাবনের পর দ্রুতই এটি গ্রহণ করে স্ক্রু প্রস্তুতকারকেরা। প্রথম দিকে ফিলিপস স্ক্রুড্রাইভারের অন্যতম ক্রেতা ছিল মোটরগাড়ি প্রস্তুতকারক জেনারেল মোটরস। তারা তাদের ক্যাডিলাক গাড়ি সংযোজনে ১৯৩৭ সাল থেকে এই স্ক্রুড্রাইভার ব্যবহার করে। ১৯৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৮৫ শতাংশ স্ক্রু প্রস্তুতকারক ফিলিপসের ডিজাইন ব্যবহার করার লাইসেন্স নিয়েছিল।
হেনরি এফ ফিলিপস ১৮৯০ সালে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে তিনি মারা যান। তাঁর এই উদ্ভাবন মোটরগাড়ি, কম্পিউটারসহ বিভিন্ন যান্ত্রিক শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল।

ক্রোমওএস
গুগল

৭ জুলাই ২০০৯
ক্রোমওএসের ঘোষণা দিল গুগল
এমন একটি অপারেটিং সিস্টেম (ওএস) হবে, যার অ্যাপ্লিকেশন ও ব্যবহারকারীর ডেটা ইন্টারনেটভিত্তিক ক্লাউডে সংরক্ষিত হবে—এমন ভাবনা থেকে ক্রোমওএসের ঘোষণা দেয় গুগল। ক্রোমওএস প্রাথমিকভাবে ওয়েব অ্যাপ্লিকেশন চালাতে পারত। সব ক্রোমওএস ও এর সব সংস্করণ গুগল ডকস বা মাইক্রোসফট অফিস ৩৬৫-এর মতো অ্যাপ্লিকেশনগুলো সমর্থন করে। ২০১৮ থেকে ক্রোমওএস বা ক্রোমিয়ামওএস লিনাক্সভিত্তিক অ্যাপ্লিকেশনও সমর্থন করছে।
ক্রোমওএস লেখা হয় পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস, রাস্ট, অ্যাসেম্বলি প্রোগ্রামিং ভাষায় ও এইচটিএমএল ৫-এ। ঘোষণার ক্রোমওএস প্রকাশ করা হয় ২০১১ সালের ১৫ জুন।

জিমেইলের ব্যবহারকারী এখন ১৮০ কোটি
রয়টার্স

২০০৯ সালের একই দিনে গুগল তাদের ওয়েবভিত্তিক ই-মেইল সেবা জিমেইলকে ‘বেটা’ থেকে মুক্তি দেয়। দীর্ঘ পাঁচ বছর জিমেইলের বেটা সংস্করণ চালানোর পর এর পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করে গুগল। গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা বিশ্বে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা ১৮০ কোটি।

আরও পড়ুন