উইকিপিডিয়ায় এ বছর বেশি দেখা হয়েছে যে ১০ বিষয়
অনলাইনে বিভিন্ন তথ্য জানতে আমরা অনেকেই উইকিপিডিয়ার দ্বারস্থ হই। বিশ্বের লাখো মানুষ প্রতিদিন বিভিন্ন বিষয়ে জানতে অনলাইন এ বিশ্বকোষে ঢুঁ মারেন। সম্প্রতি উইকিপিডিয়া নিজেদের ইংরেজি ভাষার ওয়েবসাইটে ২০২২ সালের সবচেয়ে বেশি দেখা ১০টি বিষয়ের প্রবন্ধের নাম জানিয়েছে। বছরজুড়ে যেসব প্রবন্ধ সবচেয়ে বেশি বার দেখা হয়েছে, সেগুলোর তালিকা দেখে নেওয়া যাক—
জেফরি ডাহমার
চলতি বছরে উইকিপিডিয়ায় সর্বাধিকবার দেখা হয়েছে মার্কিন সিরিয়াল কিলার জেফরি ডাহমারের পেজটি। পেজটি ৫ কোটি ২৬ লাখ ৫০ হাজারের বেশি বার দেখা হয়েছে।
তবে তাঁকে নিয়ে পেজটি সর্বাধিকবার দেখার নেপথ্যে কাজ করেছে একটি নেটফ্লিক্স সিরিজ। তাঁর কাহিনি অবলম্বনে নির্মিত ওই সিরিজ চলতি বছরই মুক্তি পায়।
রাশিয়ার ইউক্রেন আক্রমণ
চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ইউক্রেনে রাশিয়ার আক্রমণ। এখনো দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে বহু মানুষের প্রাণহানিসহ বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। যুদ্ধ নিয়ে উইকিপিডিয়ার এ পেজ প্রায় ৪ কোটি ৭৫ লাখ বার দেখা হয়েছে।
রানি দ্বিতীয় এলিজাবেথ
চলতি বছরের ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। তিনি ৭০ বছর ২১৪ দিন সিংহাসনে আসীন ছিলেন। তাঁর পেজটি প্রায় ৪ কোটি ২৬ লাভ বার দেখা হয়েছে।
চলতি বছরে মৃত্যু (ডেথ ইন ২০২২)
চলতি বছরে অনেক বিখ্যাত ব্যক্তি মারা গেছেন। উইকিপিডিয়ার এ পেজে সেসব মৃত ব্যক্তির নাম, বয়স, নাগরিকত্ব, জাতীয়তা, উল্লেখযোগ্য অবদান ও মৃত্যুর কারণ লেখা আছে। পেজটি প্রায় ৪ কোটি ১১ লাখ বার দেখা হয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২২
আরব বিশ্বের দেশ কাতারে চলতি বছরের ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজনের বিভিন্ন তথ্য নিয়ে সাজানো পেজটি প্রায় ৩ কোটি ৮ লাখ বার দেখা হয়েছে।
ইলন মাস্ক
আগেও বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন ইলন মাস্ক। তবে চলতি বছর তাঁর টুইটার কেনার সিদ্ধান্ত ব্যাপক হইচই ফেলে প্রযুক্তি বিশ্বে। তাঁর পেজটি প্রায় ২ কোটি ৫৫ লাখ বার দেখা হয়েছে।
ভ্লাদিমির পুতিন
ইউক্রেন আক্রমণের ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের আলোচিত ব্যক্তিদের একজন হয়ে উঠেন। তাঁর পেজটি প্রায় ২ কোটি সাড়ে ৪৬ লাখ বার দেখা হয়েছে।
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
চলত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। তাঁর পেজটি দেখা হয়েছে প্রায় ২ কোটি ২৯ লাখ বার।
ইউক্রেন
গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। মে মাসের মধ্যে ৮০ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং নভেম্বরে মধ্যে ৭৮ লাখ দেশ ছেড়ে পালায়। পেজটি দেখা হয়েছে প্রায় ২ কোটি ২৪ লাখ বার।
অ্যাম্বার হার্ড
চলতি বছরের এপিল থেকে জুন পর্যন্ত জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানির মামলার বিচার চলে। চলতি ডিসেম্বরে জনির বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করেন হার্ড। তাঁর পেজটি প্রায় ১ কোটি ৯৫ লাখ বার দেখা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টাইমস