মানবাকৃতির রোবটগুলো বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে কৌতুক শোনানোর পাশাপাশি যোগব্যায়ামও শেখাতে পারে। আলঝেইমারে (স্মৃতি হারিয়ে যাওয়া রোগ) আক্রান্ত রোগীদের সেবায় ‘নাউ’ ও ‘পিপার’ নামের বিশেষ ধরনের রোবটগুলো তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষকদের দাবি, রোবটগুলো কথা বলার মাধ্যমে স্মৃতি পুনরুদ্ধারেও সাহায্য করতে পারে। আলঝেইমারস রোগের প্রাথমিক পর্যায়ে থাকা ব্যক্তিদের সাহায্য করতে তৈরি করা রোবটগুলো এরই মধ্যে মিনেসোটা নার্সিং হোমে ব্যবহার করা হচ্ছে।
সূত্র: ডেইলিমেইল