১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৪ বাজারজাত শুরু করেছে অ্যাপল। মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা এই প্রতিষ্ঠান জানিয়েছে, নভেম্বর মাস থেকে নতুন আইফোনে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বার্তা বিনিময়ের সুযোগ মিলবে। ফলে দুর্গম অঞ্চল বা প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সেবা চালু না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো যাবে। নতুন এ সেবা চালুর আগে আইফোনের ভেতরের যন্ত্রাংশ দেখার কৌতূহল ছিল অনেকের। কৌতূহলী মানুষের আগ্রহ মেটাতে নতুন আইফোন খুলে দেখেছে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক যন্ত্র মেরামতকারি প্রতিষ্ঠান ‘আইফিক্সইট’।
ছবি ২: আইফোনের নতুন সার্কিট বোর্ডে দেখা মিলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স ৬৫ মডেমের। ফাইভ–জি প্রযুক্তির ইন্টারনেট সংযোগের পাশাপাশি মডেমটি ‘এস ৫৩’ ফ্রিকোয়েন্সি সমর্থন করায় গ্লোবালস্টারের স্যাটেলাইটের মাধ্যমে বার্তা বিনিময় করা যাবে আইফোনে।
সূত্র: রয়টার্স