২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দেশের বাজারে ১৩.৩ ইঞ্চি ওএলইডি পর্দার নতুন ল্যাপটপ

বাংলাদেশে জেনবুক এস১৩ ওএলইডি মডেলের ল্যাপটপ এনেছে আসুসআসুস

বাংলাদেশে ১৩.৩ ইঞ্চির ওএলইডি পর্দার নতুন ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ। ইন্টেলের ১৩ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসরে চলা ‘জেনবুক এস১৩ ওএলইডি’ মডেলের ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট এলপিডিডিআর৫ র‍্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আসুস বাংলাদেশ।

ল্যাপটপটির ওজনও বেশ কম, এক কেজি। ওজনে কম হলেও ল্যাপটপটিতে রয়েছে ৬৩ ওয়াটের শক্তিশালী ব্যাটারি। পাশাপাশি ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৪৯ মিনিটেই ল্যাপটপের ব্যাটারি ৭০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।

ল্যাপটপটির পর্দায় ব্যবহার করা হয়েছে ১৬:১০ অনুপাতের ২.৮কে আসুস লুমিনা ওএলইডি ডিসপ্লে প্রযুক্তি। ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানোও যায় পর্দাটি, ফলে স্বচ্ছন্দে কাজ করা যায়। ল্যাপটপটির পুরুত্ব ১ সেন্টিমিটার। তাই ল্যাপটপটিকে বিশ্বের সবচেয়ে হালকা ১৩.৩ ইঞ্চি ওএলইডি পর্দার ল্যাপটপ বলে দাবি করেছে আসুস।