৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই ফোনে

৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে ‘সি৫১’ মডেলের ফোনটিতেসংগৃহীত

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘সি৫১’ মডেলের এই ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ৫ মেগাপিক্সেলের লেন্স রয়েছে। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। ফোনটির দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

৬৪ গিগাবাইট ধারণক্ষমতার এ ফোনে ৪ গিগাবাইট র‍্যাম রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির ধারণক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। চাইলে বাড়তি ৪ গিগাবাইট র‍্যামও যুক্ত করা যায় ফোনটিতে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় ২৮ মিনিটে ফোনটির ৫০ শতাংশ চার্জ করা সম্ভব।

৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটিতে ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। আলট্রাবুম স্পিকার, আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তির পাশাপাশি ফোনটিতে মাল্টিফাংশনাল নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধাও রয়েছে। মিন্ট গ্রিন ও কার্বন ব্ল্যাক রঙে পাওয়া যাবে ফোনটি।