শব্দরোধক ব্লু-টুথ মাইক্রোফোন

মিউটক মাইক্রোফোনশিফটঅল

ভিডিও গেম খেলার সময় নিজের অজান্তেই জোরে চিৎকার করেন অনেকে। কেউ আবার জোরে কথাও বলেন। এ কারণে আশপাশে থাকা ব্যক্তিরা বেশ বিরক্ত হন। তবে চিন্তার কিছু নেই, মিউটক নামের এই মাইক্রোফোন মুখের সঙ্গে যুক্ত করে যত জোরেই আওয়াজ করেন না কেন, কেউ শুনতে পাবেন না।

মিউটক মাইক্রোফোন
শিফটঅল

ব্লু-টুথ প্রযুক্তি সমর্থন করায় মাইক্রোফোনটি দিয়ে ফোনেও কথা বলা যায়। ফলে ফোনের কথা পাশে থাকা অন্য কেউ শুনতে পারে না। শুধু তা-ই নয়, শব্দরোধক হওয়ায় কোলাহলপূর্ণ স্থান থেকেও স্বচ্ছন্দে কথা বলা যায়।

মিউটক মাইক্রোফোন
শিফটঅল

ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটের সঙ্গেও ব্যবহার করা যায় মাইক্রোফোনটি। ফলে, ভার্চ্যুয়াল দুনিয়ায় যত আওয়াজই করেন না কেন, অন্য কেউ শুনতে পারবে না। মাইক্রোফোনটি তৈরি করেছে শিফটঅল নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) নিজেদের তৈরি রোবটের কার্যকারিতা প্রদর্শন করেছে তারা।
সূত্র: সিএনএন