হালনাগাদ সংস্করণের এই আইফোনের পেছনে সোনার প্রলেপ দিয়ে তৈরি রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা মডেলের ঘড়ির ডায়াল বসানো হয়েছে। পাশাপাশি আকারে ছোট আরও তিনটি সোনার প্রলেপযুক্ত ঘড়ির ডায়াল রয়েছে।
নকশায় বৈচিত্র্য আনতে আটটি হিরাও বসানো হয়েছে এ আইফোনে। তাই আইফোনটির দামও অনেক বেশি। এরই মধ্যে রোলেক্স ঘড়িযুক্ত আইফোন প্রদর্শনও করেছে ক্যাভিয়ার। আইফোনটির দাম ১ লাখ ৩৫ হাজার ৪২০ মার্কিন ডলার (১ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকার আশেপাশে)।
সূত্র: মেইল অনলাইন