লেনোভোর নতুন ল্যাপটপ বাজারে

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই ল্যাপটপলেনোভো

দেশের বাজারে লেনেভোর তৈরি ‘আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই’ মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ৩.৬ থেকে ৪.৯ গিগাহার্টজ গতির ইন্টেল কোর সেভেন-১৩৬২০এইচ প্রসেসরে চলা ল্যাপটপটির ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৮৭ হাজার টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি আইপিএস পর্দার ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট ডিডিআরফাইভ র‍্যামের পাশাপাশি টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তির পর্দা থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না। ৮১০এইচ মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড প্রযুক্তির ল্যাপটপটি ধুলারোধী হওয়ায় ময়লাও জমে না।

ল্যাপটপটিতে ই-শাটারযুক্ত ৭২০পি এইচডি ক্যামেরা ও ডলবি অডিও স্পিকার থাকায় স্বচ্ছন্দে অনলাইন বৈঠক করার পাশাপাশি গানও শোনা যায়। এ ছাড়া ব্যাকলিট কি-বোর্ড, ওয়াই-ফাই ৬, আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরসহ বিভিন্ন সুবিধাও রয়েছে ল্যাপটপটিতে।