এল অপোর নতুন স্মার্টফোন
বাংলাদেশের বাজারে অপো নতুন স্মার্টফোন এনেছে। অপো এ৫৭ মডেলের এই ফোনে রয়েছে ফ্ল্যাশ চার্জিং, ডুয়েল স্টেরিও স্পিকার ও ৮জিবি পর্যন্ত র্যাম ইত্যাদি। এর দাম ধরা হয়েছে ১৭ হাজার ৯৯০ টাকা। আজ অপোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়োছে।
অপো এ৫৭ ফোনটি ব্যবহারকারীকে হোম থিয়েটারের মতো অভিজ্ঞতা দেবে। সিনেমা দেখা এবং গেম খেলার সময় বাড়তি মাত্রা যোগ করতে সর্বোচ্চ শব্দ পাওয়া যাবে। এর আলট্রা ভলিউম মোড শব্দের আওয়াজ ৪৪ শতাংশ বাড়িয়ে দেয়, যা শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বেশ সহায়ক।
পাঁচ মিনিট চার্জ দিয়ে এই ফোনে ৩ ঘণ্টা ১৭ মিনিট কথা বলা যাবে। ১৫ মিনিট চার্জ দিয়ে ৪ ঘণ্টা ভিডিও দেখতে পারবেন। আধা ঘণ্টায় এর ব্যাটারির চার্জ ৫১ শতাংশ পর্যন্ত হয়ে যায়। এতে আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
ফোন থেকে কোনো ডেটা বা তথ্য যেন হারিয়ে না যায়, সে জন্য অপো এ৫৭ ফোনে ৮ জিবি পর্যন্ত র্যাম এক্সোনশন (৪+৪ জিবি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ডুয়াল ক্যামেরা রয়েছে। ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এতে। অপো এ৫৭-এর পর্দার দৈর্ঘ্য ৬.৫৬ ইঞ্চি।
দেশের বাজারে সবুজ ও কালো রঙের এই ফোন পাওয়া যাবে। নিরাপত্তার জন্য এতে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৭ সেপ্টেম্বর পর্যন্ত অপো এ৫৭ কেনার প্রাক্-চাহিদা (প্রি-অর্ডার) জানানো যাবে। প্রি-অর্ডারে ক্রেতারা ব্যাকপ্যাক পাবেন উপহার হিসেবে। পাশাপাশি লটারির মাধ্যমে মাত্র ৫৭ টাকায় ফোনটি পাওয়ার সুযোগও রয়েছে।