আলো জ্বলবে, সিনেমাও দেখা যাবে ম্যাজিক ল্যাম্পে

ম্যাজিক ল্যাম্পঅ্যান্ড্রয়েড পুলিশ

ছাদে ঝোলানো বাতিটি ঘর আলো করার পাশাপাশি ছবি বা সিনেমা দেখারও সুযোগ দেবে। এ জন্য বাতির আদলে তৈরি ম্যাজিক ল্যাম্পের ভেতর বাল্বের পাশাপাশি রয়েছে প্রজেক্টর এবং স্পিকার। এ কারণে চাইলেই ঘরের দেয়ালে ছবি বা সিনেমা দেখা যাবে।

আরও পড়ুন
ম্যাজিক ল্যাম্প
এক্সজিআইএমআই

ম্যাজিক ল্যাম্পটি তৈরি করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এক্সজিআইএমআই। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বাতিতে থাকা প্রজেক্টর মাত্র তিন ফুট দূর থেকে যেকোনো দেয়ালে ছবি বা ভিডিও প্রদর্শন করতে পারে। ফলে ছোট রুমেও প্রজেক্টরের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে ছবি বা সিনেমা দেখা যায়।

আরও পড়ুন

ম্যাজিক ল্যাম্পের প্রজেক্টরে ছবি বা ভিডিও দেখার পদ্ধতি বেশ সহজ। প্রথমে মেমোরি কার্ডে ছবি বা ভিডিও ধারণ করে বাতির ভেতরে প্রবেশ করাতে হবে। এরপর রিমোটের মাধ্যমে প্রজেক্টর চালু করে নির্দিষ্ট ছবি বা ভিডিও দেখা যাবে। বর্তমানে চীনে পাওয়া গেলেও শিগগিরই বিভিন্ন দেশে মিলবে ম্যাজিক ল্যাম্পটি। দাম ১ হাজার ১৭০ মার্কিন ডলার বা ১ লাখ ১২ হাজার টাকা (প্রায়)।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ, এক্সজিআইএমআই

আরও পড়ুন