আইফোনে স্বচ্ছন্দে প্লেস্টেশনের গেম খেলার সুযোগ দিতে নতুন কন্ট্রোলার বাজারে এনেছে সনি। ‘ব্যাকবোন ওয়ান’ নামের কন্ট্রোলারটির ভেতর আইফোন ঢুকিয়ে গেম খেলার সুযোগ মিলবে।
আরও পড়ুন
পিএস৫ ডুয়েল সেন্স কন্ট্রোলারের আদলে তৈরি কন্ট্রোলারটি দিয়ে প্লেস্টেশনের গেম খেলতে হলে সনির ‘রিমোট প্লে’ অ্যাপ ব্যবহার করতে হবে। গেম নিয়ন্ত্রণের জন্য ডানে ও বাঁয়ে বেশ কয়েকটি নিয়ন্ত্রণ বাটন রয়েছে কন্ট্রোলারটিতে, ফলে স্বচ্ছন্দে গেম খেলা যাবে।
প্লেস্টেশন কন্ট্রোলারটির দাম ১০০ ডলার বা সাড়ে নয় হাজার টাকা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডসে পাওয়া যাবে কন্ট্রোলারটি।
সূত্র: দ্য ভার্জ, নাইনটুফাইভম্যাক ডটকম।