ছবিতে মানুষের আদলে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘এআই ফর গুড গ্লোবাল সামিট’–এ দেখা মিলেছে মানুষের আদলে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একাধিক রোবটের। সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন কাজ করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছিল রোবটগুলো।

১ / ৬
মানুষের আদলে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট
২ / ৬
প্রথম দেখায় চেনার কোনো উপায় নেই কোনটি মানুষ আর কোনটি রোবট। তবে একটু ভালো করে নজর দিলে চেনা যাবে বাঁ পাশে দাঁড়ানো ‘নেডিন’ নামের রোবটকে। ডান পাশে থাকা অধ্যাপক নাদিয়া ম্যাগনেনাট থলম্যানের হুবহু গড়নে তৈরি করা হয়েছে রোবটটি।
এএফপি
৩ / ৬
প্রদর্শনীতে দেখা মিলেছে ‘গ্রেস’ নামের স্বাস্থ্যসেবা সহকারী রোবটের (ডানে)
এএফপি
৪ / ৬
দর্শকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছে রোবট ‘সোফিয়া’
এএফপি
৫ / ৬
‘মিকা’ ও ‘অ্যামেকা’ রোবট
এএফপি
৬ / ৬
প্রদর্শনীতে অংশ নেওয়া সব রোবট।সূত্র: এএফপি
এএফপি