২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নতুন আইপ্যাড মিনি আনার ঘোষণা দিল অ্যাপল, দাম কত

২০২১ সালের পর নতুন সংস্করণের আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধাযুক্ত নতুন আইপ্যাডটি আগামী সপ্তাহে বাজারজাত করা হলেও এরই মধ্যে অনলাইনে ফরমাশ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

নতুন আইপ্যাড মিনিতে অ্যাপলের পেনসিল প্রো ব্যবহার করা যাবে
অ্যাপল

অ্যাপলের তথ্যমতে, ৮ দশমিক ৩ ইঞ্চির লিকুইড রেটিনা পর্দা রয়েছে নতুন সংস্করণের আইপ্যাড মিনিতে। এ১৭ প্রো প্রসেসর থাকায় আইপ্যাডটি আগের সংস্করণের চেয়ে ৩০ শতাংশ বেশি গতিতে কাজ করতে পারে। দ্বিগুণ গতির নিউরাল ইঞ্জিন–সুবিধার আইপ্যাডটি অ্যাপলের পেনসিল প্রো সমর্থন করে। ফলে যাঁরা আঁকাআঁকির কাজ করেন, তাঁদের জন্য এই আইপ্যাড বেশ কার্যকর হবে। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার আইপ্যাডটির দাম ধরা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার বা প্রায় ৬০ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)।

আরও পড়ুন

ইউএসবি সি পোর্টযুক্ত নতুন আইপ্যাড মিনি ওয়াই–ফাই ৬ই প্রযুক্তি সমর্থন করে। এর ফলে দ্রুত চার্জ করার পাশাপাশি আগের প্রজন্মের চেয়ে দ্বিগুণ গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। বেগুনি ও নীল রঙে তৈরি আইপ্যাড মিনির সামনে-পেছনে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। ই-সিম যুক্ত করে ফোনকল করার সুযোগও রয়েছে নতুন আইপ্যাড মিনিতে।

সূত্র: দ্য ভার্জ, অ্যাপল ডটকম

আরও পড়ুন