নতুন ম্যাকবুক প্রো আনল অ্যাপল, দাম কত
আইম্যাক ও ম্যাক মিনির পর এবার নতুন সংস্করণের ম্যাকবুক প্রো ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ১৪ এবং ১৬ ইঞ্চি পর্দার নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ এম ৪, এম ৪ প্রো ও এম৪ ম্যাক্স প্রো প্রসেসরের ওপর ভিত্তি করে তিনটি সংস্করণে পাওয়া যাবে। সর্বশেষ প্রযুক্তির শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ল্যাপটপগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধাও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, এম ৪ প্রসেসরে রয়েছে ৮ কোর সিপিইউ, ৮ কোর জিপিইউ এবং ১৬ গিগাবাইট মেমোরি। এম ৪ প্রো প্রসেসরে রয়েছে ১৪ কোর সিপিইউ (যার মধ্যে ১০টি পারফরম্যান্স কোর এবং ৪টি এফিসিয়েন্সি কোর), ২০ কোর জিপিইউ এবং ৬৪ গিগাবাইট পর্যন্ত ইউনিফাইড মেমোরি। আর সবচেয়ে শক্তিশালী এম৪ ম্যাক্স প্রসেসরে থাকছে ১৬ কোর সিপিইউ, ৪০ কোর জিপিইউ এবং ১২৮ গিগাবাইট পর্যন্ত ইউনিফাইড মেমোরি। এ ছাড়া ম্যাকবুক প্রোতে যুক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন ন্যানো-টেক্সচার ডিসপ্লে সুবিধা। এই ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ ১ হাজার নিটস এবং এইচডিআর কনটেন্ট দেখার সময় পিক ব্রাইটনেস ১ হাজার ৬০০ নিটস পর্যন্ত হয়ে থাকে।
নতুন ম্যাকবুক প্রোতে ১২ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা যুক্ত করা হয়েছে। এম ৪ প্রসেসরে চলা ল্যাপটপে রয়েছে তিনটি থান্ডারবোল্ট ৪ পোর্ট। এম ৪ প্রো ও এম ৪ ম্যাক্স প্রসেসরে চলা ল্যাপটপে রয়েছে তিনটি থান্ডারবোল্ট ৫ পোর্ট। এর ফলে দ্রুত তথ্য স্থানান্তরের সুবিধা পাওয়া যাবে। আরও থাকছে একটি এইচডিএমআই পোর্ট, একটি এসডিএক্সসি কার্ড স্লট, একটি ম্যাগসেফ ৩ পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপগুলোর দাম ধরা হয়েছে সংস্করণ ভেদে এক হাজার ৫৯৯ ডলার, ১ হাজার ৯৯৯ ডলার ও বা ২ হাজার ৪৯৯ ডলার বা ১ লাখ ৯২ হাজার টাকা, ২ লাখ ৪০ হাজার টাকা ও ৩ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)। ৮ নভেম্বর থেকে বিভিন্ন দেশের বাজারে পাওয়া যাবে ল্যাপটপগুলো।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ভার্জ, অ্যাপল ডটকম