ঈদ উপলক্ষে ২০০ মেগাপিক্সেলের নতুন স্মার্টফোন আনল শাওমি
বাংলাদেশে ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরাযুক্ত ‘রেডমি নোট ১৪ প্রো’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ঈদ উইথ মি’ শীর্ষক এক অনুষ্ঠানে রেডমি নোট ১৪ প্রোসহ রেডমি এ৫ মডেলের নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, নতুন ফোন দুটিতে অত্যাধুনিক সব সুবিধা থাকায় এই ঈদে আরও ভালোভাবে নিজেদের আনন্দময় মুহূর্তগুলো ধারণ করতে পারবেন শাওমিপ্রেমীরা। শাওমি সব সময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী উচ্চ মানসম্পন্ন ফোন তৈরি করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার উন্নত ক্যামেরাপ্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি-সুবিধার রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫ মডেলের ফোন দুটি উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড কার্ভড পর্দার রেডমি নোট ১৪ প্রো মডেলের ফোনটির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাসহ সামনে ৩২ মেগাপিক্সেলের শক্তিশালী সেলফি ক্যামেরা রয়েছে। ফলে ফোনটির মাধ্যমে সহজেই কাছে বা দূরের উন্নত রেজল্যুশনের ছবি তোলা যায়।
মিডিয়াটেকের হেলিও জি-১০০ আলট্রা প্রসেসরে চলা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়। ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার ফোনটিতে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তিও রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা সম্ভব। ফোনটিতে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস থাকায় সহজে পর্দায় দাগ পড়ে না। শুধু তা-ই নয়, ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা।
রেডমি এ৫ মডেলের ফোনটির সামনে ও পেছনে ৩২ ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ৬ দশমিক ৮৮ ইঞ্চি এইচডিপ্লাস পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভালোমানের ভিডিও দেখা যায়। ইউনিসক টি৭২৫০ প্রসেসরে চলা ফোনটিতে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহারের সুযোগ মিলে থাকে। ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।